টিক্কাচর মহাশ্মশানে  শ্রী শ্রী শিব শংকর ও শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে ১৬ প্রহর ব্যাপী ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব

সিটিভি নিউজ।।  দেবাদিদেব শিবশঙ্করের অপার  প্রেম সান্নিধ্য আকাঙ্ক্ষায় পৌষের  কৃষ্ণপক্ষের শেষ সুধাময় পরশে গত ২২. ২৩. ২৪. ২৫ ও ২৬ পৌষ ১৪২৯ বাংলা  (  সাত. আট. নয়. দশ ও  ১১ জানুয়ারি ২০২৩) রোজ শনি.রবি. সোম. মঙ্গল ও বুধবার টিক্কাচর মহাশ্মশানে  শ্রী শ্রী শিব শংকর ও শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে ১৬ প্রহর ব্যাপী ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব সম্পন্ন হয়েছে। মহোৎসবে শ্রীশ্রী নাম সুধা পরিবেশন করেন সাতক্ষীরা থেকে আগত শ্রী শ্রী সোনার গৌর সম্প্রদায়, কক্সবাজারের শ্রী শ্রী প্রভু নিতাই চাঁদ সম্প্রদায়, খুলনার শ্রী শ্রী মহাপ্রভু সম্প্রদায়  এবং শ্রী শ্রী শক্তিরুপা সম্প্রদায় এবং কুমিল্লার শ্রী শ্রী জগন্নাথ সম্প্রদায় ও শ্রী শ্রী নব দিপুশ্রী সম্প্রদায়। মহোৎসব  চলাকালে উৎসব প্রাঙ্গন পরিদর্শন করেন  কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ  এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। মহোৎসবে দেশ এবং বিদেশের কয়েক হাজার  পুন্যার্থী অংশগ্রহণ করে মহাপ্রসাদ গ্রহণ করে।

সংবাদ প্রকাশঃ ১২০১২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ