টিকা নেয়াটাই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের গুরুত্বপূর্ণ হাতিয়ার -অধ্যাপক সেব্রিনা ফ্লোরা

সিটিভি নিউজ।।      দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন সংবাদদাতা জানান -==== স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, টিকা নেয়াটাই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব বেশী সংখ্যক মানুষকে টিকা দিতে সেভাবেই স্বাস্থ্য বিভাগ কাজ করছে। আমরা সবাই যদি স্বাস্থ্যবিধিগুলো সঠিকভাবে মেনে চলি তাহলে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নে ব্র্যাকের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন শেষে আস্করপুর ইউনিয়ন পরিষদে মতবিনিময়কালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া’র সভাপতিত্বে উপরোক্ত কথা বলেন ।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মো. আব্দুল কুদ্দুছ, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. পয়গাম আলী প্রমুখ। এরপর তিনি কুসুম্বী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

সংবাদ প্রকাশঃ  ২৪-১০-২০২১ খ্রীষ্টাব্দ (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=  

 

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ