ঝিনাইদহে  শিলা-বৃষ্টি ঝড়ে ফসলের ব্যাপক  ক্ষয়ক্ষতি 

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।    মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি======
ঝিনাইদহে হঠাৎ ১০-১৫ শিলাবৃষ্টি ও ঝড়ে মিনিটের রেকর্ড পরিমাণ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এতে কৃষক স্বপ্নের ফসল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গম,ধান, শাক সবজি,  ফুল,মশুড়ী, ভুট্টা, পান, ড্রাগন,পেয়ারা,কুল বরই ,কলাগাছ, লিচু, আমের মুকুল বেশি  হয়েছে এবং  সকল প্রকার  ফসল  ।
রবিবার  বিকাল সাড়ে ৪টার দিকে (২৭শে ফেব্রুয়ারি) জেলার  সকল উপজেলার  গ্রামের তথ্য নিয়ে যানা যায়, মাটিতে নুয়ে পড়েছে গম, ভেঙে গেছে ভুট্টা ক্ষেত, আমের মুকুল । কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টিতে পান সব জরাজীর্ণ ভাবে ফুটো ও ঝড়ের আঘাতে  পান বরজ পড়ে গেছে মাঠিতে।
এ ব্যপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  আজগর আলী জানান ,কৃষকদের  ক্ষণস্থায়ী শীলা বৃষ্টি ও ঝড়ে জেলার কিছু অঞ্চলে রেকর্ড পরিমাণ  সহ  সব উপজেলায়  সকল প্রকার ফসলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন।
তিনি আরো বলেন বিশেষ করে মশুড়ী, গম, ভুট্টা, ধান, পান, ড্রাগন, পেয়ারা,কুল বরই, সকল শাক সবজি, কলা, আম ও লিছুর মুকুল বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে।এতে জেলার কৃষকেরা বেশ সহ মানসিক ভাবে ভেঙে পড়েছে।সংবাদ প্রকাশঃ  ০১-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email