ঝালকাঠিতে তেলবাহী জাহাজে অগ্নিকান্ড: মৃত্যুর সংখ্যা বেড়ে ৬

সিটিভি নিউজ।।    মো:নজরুল ইসলাম,ঝালকাঠি সংবাদদাতা জানান ====    :: ঝালকাঠিতে তেলবাহী জাহাজে অগ্নিকান্ডে দগ্ধ আশিকুর রহমানও (২১) মারা গেছেন। এ নিয়ে একদিনে ৫ জনসহ মোট ৬ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৬৬ শতাংশ দগ্ধ ছিল।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান,

গত শুক্রবার রাতে ঝালকাঠি থেকে বিস্ফোরণে দগ্ধ ৭জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আসেন। এদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও চিকিৎসাধীন ৫জনেরই মৃত্যু হলো।

উল্লেখ্য: গত শুক্রবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে অবস্থানকারী তেলবাহী জাহাজ ওটি সাগর নন্দিনী-৩ এ পাম্প বিস্ফোরণে অগ্নিকান্ড ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে একজন মারা যান। দগ্ধ হন সাতজন। এছাড়া দুজনের নিখোঁজের ঘটনা ঘটে।

পরে দগ্ধদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সংবাদ প্রকাশঃ  ১৭-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ