ঝালকাঠিতে ড্রেনে ময়লার ভাগাড়, মশার যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    মো:নজরুল ইসলাম,ঝালকাঠি  সংবাদদাতা জানান = :        মশার যন্ত্রণায় এখন অতিষ্ঠ ঝালকাঠি পৌরবাসী। শহরের বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনার স্তুপ থাকায় মশার বংশ বিস্তার পাচ্ছে গাণিতিক হারে। শহরবাসীর অভিযোগ, মশার বংশ বিস্তার রোধ করাসহ মশা মারার কার্যকর কোনো উদ্যোগ নেই ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষের। প্রত্যেক অর্থ বছরে লাখ লাখ টাকার বিল তুললেও সমাধান নেই।

নামকাওয়াস্তে কালে ভদ্রে বিশেষ সময় দেখা যায় তাদের কার্যক্রম। কিছু সময় ঔষধ দিয়েই যেন তারা হাওয়া হয়ে যায়। সাধারণ মানুষ বলছেন এটা যেন তাদের বাজেট লোপাটের আইওয়াশ মাত্র। এ অবস্থায় চরম অসস্থিতে দিন কাটাচ্ছে ঝালকাঠি শহরের মানুষ।

তবে পৌর কর্তৃপক্ষ বলছেন মশা নিধনের জন্য তাদের ২টি টিম প্রতিদিনই মশার ওষুধ ছিটাচ্ছে। বর্তমানে ৩টি ফগার মেশিন নষ্ট থাকায় কাজে সমস্যা হচ্ছে। এগুলো মেরামত হয়ে আসলে প্রতিটি ওয়ার্ডেই আরো ভালোভাবে মশার ওষুধ ছিটানো যাবে।

১৮৭৫ সালে প্রতিষ্ঠিত ঝালকাঠি পৌরসভা একটি প্রথম শ্রেনি পৌরসভা হলেও পৌরসভার ময়লা আবর্জনা অপসারণের ব্যবস্থা খুবই নাজুক। শহরের যত্রতত্র দেখা যায় ময়লা আবর্জনার স্তুপ। এছাড়া ড্রেনগুলোও নিয়মিত পরিস্কার করা হয় না। প্রতিদিন খুব সকালেই ড্রেন থেকে ময়লা তুলে পাশেই রাখা হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। দুপুরে দিকে সে ময়লা সরিয়ে নেওয়া হলেও সেখান থেকে দুর্গন্ধের সাথে ছড়াচ্ছে নানা প্রানঘাতি জীবাণু।

এরপর দখল দুষণের কবলে পরা শহরের খালগুলোর অবস্থা আরও খারাপ। মাসের পর মাস ময়লা জমে থাকায় একেকটি খাল যেন ময়লার ভাগাড়। মশা জন্ম নেওয়ার উৎকৃষ্ট স্থান হচ্ছে এসব খাল। নামে মাত্র খাল থেকে ময়লা অপসারণ করা হলেও খালেই থেকে যাচ্ছে ময়লা আবর্জনা। মশার যন্ত্রনায় ঝালকাঠি পৌর শহরের মানুষ এখন অতিষ্ঠ।   সংবাদ প্রকাশঃ  ৩০-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email