জামালপুরের মেলান্দহ থানায় নারী,শিশু,বয়স্ক এবং প্রতিবন্ধী সার্ভিস ডেক্স উদ্বোধন এবং অসহায়ের গৃহপ্রদান 

সিটিভি নিউজ।।    কামরুজ্জামান কানু জামালপুর ,, সংবাদদাতা জানান === বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপন করা হয়েছে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক।

১০ এপ্রিল সকাল ১০ টায় সারা দেশের ন্যায় মেলান্দহ থানায় নারী,শিশু,বয়স্ক এবং প্রতিবন্ধী ডেক্স সার্ভিস এবং অসহায়ের মাঝে গৃহপ্রদান, ও গনভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি যুক্ত থেকে নারী,শিশু,বয়স্ক,প্রতিবন্ধী এবং গৃহ প্রদানের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা।

এসময় মেলান্দহ থানা পুলিশের তত্ত্বাবধানে নির্মিত উপজেলার দুরমুট ইউনিয়নের চর হাতিজা গ্রামে গৃহহীন আবু বক্করের হাতে জমির দলিল সহ গৃহের চাবি হস্তান্তর করেন মেলান্দহ থানার ওসি তদন্ত মোঃ  কবির হোসেন, এস আই সুমন সরকার , এস আই প্রভাস,এস আই মোশারফ হোসেন ও এলাকাবাসী।

দেশের প্রতিটি থানায় সার্ভিস ডেস্ক পরিচালনার জন্য একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছে। সার্ভিস ডেস্ক কর্মকর্তা থানায় আগত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা মনোযোগ সহকারে শুনে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করবেন বলে জানা যায়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশ পুলিশকে জনগণের দ্বারগোড়ায় পুলিশী সেবার আহবান জানিয়েছিলেন।

তারই ফলশ্রুতিতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ পুলিশ মানবিকতায় উজ্জীবিত হয়ে প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপন এবং গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করেছে যা জনবান্ধব পুলিশিংয়ের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

গণভবন থেকে ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এসময় মেলান্দহ থানায় প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ  এম, এম, ময়নুল ইসলাম, মেলান্দহ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আজম খান, সহ-সভাপতি সাংবাদিক কামরুজ্জামান কানু, সাধারণ সম্পাদক সাংবাদিক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সাংবাদিক খোরশেদ আলম ও স্থানীয় সাংবাদিক বৃন্দ এবং স্কুল ছাত্রী , কলেজ ছাত্রী , থানার সকল অফিসার ও পুলিশ ষ্টাফ বৃন্দ।

সংবাদ প্রকাশঃ  ১১-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ