জামালপুরের মেলান্দহে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

সিটিভি নিউজ।। কামরুজ্জামান কানু , জামালপুর :সংবাদদাতা জানান===
“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ এপ্রিল দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের মুক্তমঞ্চে আলোচনা সভা, ১৮-এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত ঢলবে ও পরে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মেলান্দহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়ন করে।আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের সভাপতি মাহবুবা হক স্বাগত বক্তব্য দেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান উপজেলা চেয়ারম্যান, যুবলীগের সভাপতি ইব্রাহীম খলিলুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মেলান্দহ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, মেলান্দহ ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি হাসমতুল্লাহ হাসেম, মালঞ্চা ডেইরি খামারের সত্বাধিকারী ও উদ্যোক্তা মো: সাব্বিরুল্লাহ ও ফুলকোচা ইউনিয়নের ছাগল খামারী জেসমিন আকতার।এছাড়াও মেলান্দহ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ডাঃ ইউনুছ আলী, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের খামারিগণসহ গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এবারের প্রদর্শনীতে বরাদ্দকৃত ৩১ টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু যেমন- গাভী, বাছুর, ষাঁড়, ছাগল, ভেড়া, মুরগী, হাঁস, কবুতর, সৌখিন পাখি, পোষা প্রাণি এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়। এছাড়াও প্রদর্শনীতে প্রাণিসম্পদের উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি, ওষুধ সামগ্রী, টিকা, প্রাণিজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ সরঞ্জামও প্রদর্শন করা হয়েছে । সংবাদ প্রকাশঃ ১৯-০৪-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ