জামালপুরের মাদারগন্জে পুরাতন ব্রিজের গার্ডারে নতুন ছাদ, দুর্ঘটনার আশঙ্কা

সিটিভি নিউজ।।      কামরুজ্জামান কানু   সংবাদদাতা জানান ==  # জামালপুরের মাদারগঞ্জে সংস্কারের নামে পুরাতন ব্রিজের গার্ডারের উপর নতুন করে ছাদঢালাই করছে এলজিইডি কর্তৃপক্ষ। এতে সরকারি অর্থ অপচয়সহ দুর্ঘটনায় পথচারীদের হতাহত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

জানা গেছে, মাদারগঞ্জ-ঢাকা ভায়া সরিষাবাড়ী সড়কের পলিশা এলাকায় ক্ষতিগ্রস্ত একটি ব্রিজ সংস্কার করছে স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ।

এলাকাবাসীর অভিযোগ, ৩৫ বছর আগে নির্মিত ব্রিজটির ছাদের একটি অংশ ভেঙে যায় কয়েক মাস আগে। এলজিইডি কর্তৃপক্ষ ১২ মিটার দৈর্ঘ্য ও ৩.৭ মিটার প্রস্থের এ ব্রিজটির পুরাতন গার্ডারের উপর নতুন করে ছাদঢালাই করছে।

পলিশা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহ:রী শিক্ষক মিনহাজ উদ্দিন জানান, ভারি হাতুড়ি দিয়ে পিটিয়ে পুরাতন ব্রিজের ছাদ ভেঙে ফেলার সময় গার্ডারের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ব্যস্ত এ সড়কে সবসময় যাত্রীবোঝাই যানবাহনসহ পণ্যবাহী ভারি ট্রাক চলাচল করে। সড়কের পুরাতন ব্রিজের গার্ডারের উপর নতুন ছাদঢালাই দিলে তা যে কোনো মুহূর্তে ভেঙে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। এতে সরকারি অর্থেরও অপচয় হবে।

এ ব্যাপারে জানতে চাইলে এলজিইডির মাদারগঞ্জ উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম ব্রিজটির গার্ডার ভালো আছে জানিয়ে বলেন, এখন প্রায় ৮ লাখ টাকায় পুরাতন গার্ডারেই নতুন ছাদ করা হবে। ২-৩ বছর পর ব্রিজটি পুরোপুরি ভেঙে নতুন করে নির্মাণ করবে কর্তৃপক্ষ।

সংবাদ প্রকাশঃ  ২০১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ