জামালপুরের দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ডলার ব্যবসায়ী গ্রেপ্তার ৩

সিটিভি নিউজ।।       কামরুজ্জামান কানু  সংবাদদাতা জানান ===    #  দেওয়ানগঞ্জ উপজেলার হাশেমপুর এলাকা থেকে ৫ হাজার ৪৬০ ইউএস ডলারের জাল নোটসহ তিনজন জাল ডলার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ২১ নভেম্বর বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনজন জাল ডলার ব্যবসায়ীরা হলেন শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার গোপালখিলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. আমজাদ হোসেন (৫০) ও মৃত আব্বাস আলী মুন্সির ছেলে মো. আলতাফ হোসেন (৬০) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মিয়াপাড়া গ্রামের মো. রবিজল হকের ছেলে মো. শফিকুল ইসলাম (২০)।জানাগেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ২১ নভেম্বর বিকাল পৌনে পাঁচটার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাশেমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে হাশেমপুরে মো. সাইফুল ইসলামের বসতবাড়ির উত্তর-পশ্চিম পাশে রাস্তা থেকে জাল ডলার ব্যবসায়ী আমজাদ হোসেন, আলতাফ হোসেন ও শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে যথাক্রমে (৫১৫০+১০+৩০০) = ৫ হাজার ৪৬০ ইউএস ডলারের জাল নোট ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলারের মূল্য বাংলাদেশি টাকায় ৪ লাখ ৬৪ হাজার ১০০ টাকা মাত্র।    আসামিদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।  র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।   সংবাদ প্রকাশঃ  ২৩১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ