জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে দেবিদ্বারে আলোচনা সভা

সিটিভি নিউজ।।    মোঃ এনামুল হক,দেবিদ্বার(কুমিল্লা) প্রতিনিধি : জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও তাবারুক বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় উপজেলা ভাইস চেয়ারম্যান এর অস্থায়ী কার্য্যালয়ে এ সভা  অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার উপজেলা  আওয়ামী লীগেরে সভাপতি মোঃ সফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কাশেম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান  ও যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানী।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল জলিল, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান সুমন, সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন আমু, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস আবদুল মান্নান মোল্লা, সহ সভাপতি মোঃ শাহাদাৎত হোসেন মিঠু, জাফরগঞ্জ ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন,পৌর যুবলীগের সহ সভাপতি মাসুম রানা ওমানী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক  মোঃ আনোয়ার পারভেছ খান, সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগস্ট সপরিবারে হত্যার আড়াই মাস পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়। তবে কারাগারের অভ্যন্তরে এ ধরনের বর্বর হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।  সংবাদ প্রকাশঃ  ০৪-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ