জাতির জনকের জন্মদিনে শ্রদ্ধা জানালেন সম্মিলিত চলচ্চিত্র পরিষদ

সিটিভি নিউজ।।     এফডিসিতে নানা আয়োজনে ১৭মার্চ বৃহস্পতিবার উদযাপন হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন। নায়ক আলমগীরের নেতৃত্বে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আয়োজনে দিনভর চলে অনুষ্ঠান।

সকাল ১০টায় কোরআন খতম দেওয়া হয়। এরপর বেলা ১২টার দিকে এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠনের নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহবায়ক নায়ক আলমগীর, শিল্পী সমিতির সভাপতি ইয়ালিয়াস কাঞ্চন, অভিনেত্রী নিপুণ, সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, কার্যকরী সদস্য অমিত হাসান, জেসমিন, চিত্রনায়ক রিয়াজ, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, পরিচালক নেতা মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।ফুলেল শ্রদ্ধা শেষে শিল্পী সমিতির নেতৃত্বে সবাই ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান।

সেখান থেকে ফিরে জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে বিএফডিসিতে প্রীতিভোজে অংশ নেবেন চলচ্চিত্রকর্মীরা।

এরপর বিকেল হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

সংবাদ প্রকাশঃ  ১৯-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ