ছোট্ট কুকুর জেসিকা ১১ কিলোমিটার সাঁতার কেটেছে

সিটিভি নিউজ ।। বিচিত্র সংবাদ ==   ছোট্ট কুকুর জেসিকা। বয়স মাত্র এক বছর। সাঁতার কাটা তো দূরের কথা, আগে কোনো দিন পানিতেই নামেনি। সেই জেসিকাই প্রাণ বাঁচাতে ১১ কিলোমিটারের বেশি সাঁতরেছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। খবর ভারতীয় সংবাদমাধ্যম ইউপিআইয়ের

জেসিকার মালিকের নাম জন অ্যাটউড। গত রোববার ফ্লোরিডার ইন্ডিয়ান নদীতে মা ও সৎবাবার একটি প্রমোদতরিতে ছিলেন তিনি। গন্তব্য নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্য। এ সময় তাঁর সঙ্গে ছিল জেসিকা।

সবই ঠিকঠাক চলছিল। তবে প্রমোদতরিটি নদীর ব্রেভার্ড এলাকায় পৌঁছালে দেখা দেয় বিপত্তি। হঠাৎ পোষা কুকুরকে খুঁজে পাচ্ছিলেন না অ্যাটউড। এরপরই দুটি ছোট নৌকা পানিতে নামানো হয়। শুরু হয় খোঁজাখুঁজি। তবে অনেক চেষ্টার পরও আশপাশে দেখা পাওয়া যায়নি জেসিকার।

অ্যাটউড বলেন, ‘রোববারের আগে কোনো দিন পানিতে নামেনি জেসিকা। ফলে আদৌ সে সাঁতার কাটতে পারে কি না, তা নিয়ে আমাদের কোনো ধারণা ছিল না।’

জেসিকার খোঁজে ২৪ ঘণ্টার বেশি সময় তল্লাশি চালান অ্যাটউড। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি পোস্ট দেন। জেসিকাকে খুঁজে দিতে পারলে ৫০০ মার্কিন ডলারের পুরস্কারও ঘোষণা করেন তিনি।

ওই পোস্ট দেখে অ্যাটউডের সঙ্গে যোগাযোগ করেন ফ্লোরিডার রকলেজ শহরের এক বাসিন্দা। জানান, জেসিকা তাঁর কাছে আছে। সাঁতরে নদীর তীরে উঠে তাঁর বাড়িতে এসে আশ্রয় নেয় কুকুরটি। ইন্ডিয়ান নদীর যে স্থান থেকে জেসিকা নিখোঁজ হয়, সেখান থেকে ওই বাড়ির দূরত্ব ১১ কিলোমিটারের বেশি।

জেসিকাকে খুঁজে পাওয়া ব্যক্তি ঘোষিত পুরস্কারের অর্থ নেননি বলে জানিয়েছেন অ্যাটউড। ওই ব্যক্তির উদ্দেশে তিনি বলেন, ‘আমি শুধু আপনাকে ধন্যবাদ দিতে চাই। জেসিকাকে দেখভাল করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দয়া দেখানোর জন্য। সহানুভূতি দেখানোর জন্যও ধন্যবাদ।’

সংবাদ প্রকাশঃ  ১৯-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ