চান্দিনায় ভূয়া পুলিশ পরিচয়ে ছিনতাইচেষ্টা, জনতার গণপিটুনি

সিটিভি নিউজ।।    কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশ পরিচয়ে ছিনতাইকালে তিন ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড,ওয়ারলেস,রড ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার(১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার মাধাইয়ার বরাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের মো. বারেক মিয়া (৫০), মাদারীপুর জেলার সদর উপজেলার শোকুনী(২নং ওয়ার্ড) গ্রামের মো.শওকত হোসেন (৫২) ও পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নুরাইনপুর গ্রামের মো. মাসুম মিয়া (৪৫)। তাঁরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো.মোস্তফা কামাল জানান, স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করি। চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা করা হয়েছে।

সংবাদ প্রকাশঃ  ১৩২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ