কোম্পানীগঞ্জে হামলায় ব্যবসায়ীর মৃত্যু ৫ শতাধিক দোকান বন্ধ : থানায় মামলা

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেটের দোকানপাঠ বন্ধ। নীচে বামে ব্যবসায়ী হাজী আবুল হাসেম ও ডানে ১ম অভিযুক্ত আজিম মিয়া।

সিটিভি নিউজ।।   মো. হাবিবুর রহমান, মুরাদনগর  সংবাদদাতা  জানান === দোকান কেনা-বেচাঁকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাজী আবুল হাসেম (৭১) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেটের ৫ শতাধিক দোকান-পাঠ ব্যবসায়ীরা দু’দিন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। নিহতের ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে নামধারী ৬ জনসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ বিরুদ্ধে বুধবার রাতে মামলা হয়েছে। নিহত ব্যবসায়ী হাজী আবুল হাসেম (৭১) উত্তর ত্রিশ গ্রামের মৃত মহরম আলী মেম্বারের ছেলে।

নিহতের স্বজন ও মার্কেট ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেটের ১২নং দোকানটি ক্রয় করা নিয়ে ব্যবসায়ী হাজী আবুল হাসেম এবং বাখরনগর গ্রামের নায়েব আলী মুন্সীর ছেলে আজিম মিয়ার বিরোধ সৃষ্টি হয়। আবুল হাসেম ৩৪ লাখ ৫০ হাজার টাকা দিয়ে দোকানটি ক্রয় করলে তার উপর আজিম মিয়া চরম ক্ষুব্ধ হয়। বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় ওই দোকান নিয়ে ব্যবসায়ী হাজী আবুল হাসেমের সাথে আজিম মিয়ার কাটাকাটি হয়। এক পর্যায়ে আজিমের সাথে থাকা লোকজন ব্যবসায়ী হাজী আবুল হাসেমের উপর নিয়ে হামলা চালায়। উপর্যপুরি কিল-ঘুষি ও লাথির আঘাতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়েন ব্যবসায়ী হাজী আবুল হাসেম। পরে উপস্থিত বাজারের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ব্যবসায়ী হাজী আবুল হাসেমকে মৃত ঘোষণা করেন। এ খবর শুনে উক্ত ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেটের ৫ শতাধিক ব্যবসায়ীরা দোকান-পাঠ বন্ধ রাখে। খবর পেয়ে মুরাদনগর থানার এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ব্যবসায়ী হাজী আবুল হাসেমের লাশ উদ্ধারপূর্বক ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ উক্ত ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে অভিযুক্ত আজিম মিয়ার সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মুরাদনগর থানার ওসি (তদন্ত) নাহিদ আহমেদ বলেন, উক্ত ঘটনার মামলা রুজু হয়েছে। তদন্ত অব্যাহত আছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, দোকান কেনা-বেচাঁ নিয়ে দুই ব্যবসায়ীর মধ্যে তর্ক-বিতর্ক, হাতাহাতি, কিল-ঘুষির ঘটনা ঘটে বলে শুনেছি। ময়না তদন্তের পরই মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হবে।

কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেটের সভাপতি হেলাল উদ্দিন মজনু বলেন, লোকমুখে শুনে আমি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হই। ব্যবসায়ী হাজী আবুল হাসেম খুব ভাল লোক ছিলেন। আমরা উক্ত ঘটনায় মর্মাহত। ব্যবসায়ীরা দুইদিন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। # #

সংবাদ প্রকাশঃ  ১৯২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ