কৃষকলীগ নেতাকর্মীরা কেটে দিলেন কৃষকের ধান

সিটিভি নিউজ।।    সফিকুল ইসলাম শিল্পী, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল কৃষকলীগ নেতাকর্মীরা মাঠে গিয়ে কেটে দিলেন কৃষকের ধান।
শনিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার মীরডাঙ্গী মহেশপুর এলাকায় এক কৃষকের ফসলের মাঠে পড়ে থাকা ধান রানীশংকৈল কৃষকলীগের নেতাকের্মীরা কেটে দিলেন।
এসময় উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনের  সাবেক সংসদ সেলিনা জাহান লিটা।
এছাড়াও উপজেলা আওয়ামী কৃষকলীগ সভাপতি বাবর আলী ও সম্পাদক দিগেন্দ্রনাথ রায়সহ অন্যান্য নেতাকর্মী ও সাংবাদিকরা।
এ সময় সাবেক এমপি সেলিনা জাহান লিটা বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশক্রমে কৃষকলীগ নেতাকর্মীরা সারাদেশে কৃষকের  ধান কেটে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কৃষকলীগ সাধারণ সম্পাদকের বার্তা পেয়ে রানীশংকৈল কৃষকলীগ এ উপজেলায় কৃষকের ধান কাটছে। এমন মহান উদ্যোগে আমি সাধুবাদ জানাই। এ এলাকার কৃষকদের পাশে সবসময় কৃষকলীগ নেতাকর্মীরা থাকবে এমন প্রত্যাশা করি।’
উপজেলা কৃষকলীগের সভাপতি বাবর আলী বলেন,  ‘আমাদের কৃষক বান্ধব সরকারের কৃষি ও কৃষকের প্রতি যে তার আন্তরিকতা রয়েছে তারই ধারাবাহিকতায় আমরা এ উপজেলায় কৃষকের ধান কেটে দিচ্ছি। এবং কৃষকের পাশে আছি।’

প্রসঙ্গতঃ এবছর এলাকায় আমন মৌসুমে কৃষকের বিঘা প্রতি ধানের ফলন ২০ থেকে ২২ মন। এছাড়াও মন প্রতি ২৪ শত/২৫শত টাকা দরে বিক্রি হচ্ছে।সংবাদ প্রকাশঃ  ০৩-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ