কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের ৬ জেলার ডিপ্লোমা প্রকৌশলীদের আলোচনা সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।    খন্দকার দেলোয়ার হোসেন,কুমিল্লা প্রতিনিধিঃ
গতকাল শনিবার সকালে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ অডিটরিয়াম হলরুমে ৬ জেলার ডিপ্লোমা প্রকৌশলীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন,কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলী কুমিল্লা অঞ্চলের সহসভাপতি মোঃ রোকনউদ্দিন খন্দকার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন , সড়ক ও জনপথ বিভাগ ডিপ্লোমা প্রকৌশলী কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ড.আব্দুল মতিন। তিনি বলেন,সারা বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সদস্যরা এই সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। সদ্য নিয়োগপ্রাপ্ত ডিপ্লোমা প্রকৌশলীরে বদলী বিভিন্ন দাবীদাওয়াসহ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সক্রিয় ভূমিকা পালন করবে। কুমিল্লায় ডিপ্লোমা প্রকৌশলী সমিতির বিভাগীয় কার্যালয় ভবন নির্মানের জন্য স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করবো। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ৬ জেলার ডিপ্লোমা প্রকৌশলীদের কুমিল্লায় আজ মিলন মেলা হয়েছে। কিন্তু আমাদের অনুষ্ঠানে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের,অতিঃ প্রধান নির্বাহী প্রকৌশলী,তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রয়োজন ছিল। কিন্তু তারা থাকেনি। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,সৈয়দ মুনতাসির হাফিজ,মোঃ মোখলেসুর রহমান, মোঃ মমিনুল ইসলাম ও হাফিজ উদ্দিন প্রমুখ। পরে অতিথিবৃন্দকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

সংবাদ প্রকাশঃ  ২৭২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ