কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কর শুনানী অনুষ্ঠিত

সিটিভি নিউজ@ ওমর শারিদ বিধান, নিজস্ব সংবাদদাতাঃ সিটি কর্পোরেশনের সকল মহল্লার কর কমানোর শুনানি চলছে। এরই ধারাবাহিকতায় আজ ১১ নভেম্বর বুধবার নগর ভবনের সম্মেলন কক্ষে নগরীর ৫ নং ওয়ার্ডের কর কমানোর শুনানী অনুষ্ঠিত হয়েছে।

সরকারি নিয়ম অনুযায়ী ও মন্ত্রণালয়ের দেয়া নতুন রেইটে সকল গ্রাহকগণকে কর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত করের উপর কারো আপত্তি থাকলে মেয়র বরাবর আবেদন করে শুনানীতে উপস্থিত হওয়ার জন্য মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। নতুন এই বাড়তি প্রস্তাবিত করের উপর আপত্তি করে যারা মেয়র বরাবর কর কমানোর আবেদন করছেন তাদের কর রিভিউ বোর্ডের শুনানীর মাধ্যমে কমিয়ে দিচ্ছেন সিটি মেয়র মনিরুল হক সাক্কু।

এসময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলরের পক্ষে তাঁর সুযোগ্য পুত্র বিশিষ্ট সমাজসেবক সৈয়দ রায়হান আহমেদ, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাদিয়া নাসরিন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোশাররফ হোসেন, ১,২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কাউছারা বেগম সুমি, প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, এডভোকেট কামরুল হায়াত খাঁন।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ