কুমিল্লা শিক্ষাবোর্ড কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

সিটিভি নিউজ।।    নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি======
কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নগরীর পূবালী চত্বরে বেলা পৌনে ১১ থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ড.এমদাদুল হক অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মানববন্ধন শেষে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসানের কাছে স্মারকলিপি পেশ করেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৬ সালে নিয়োগ পাওয়ার পর থেকে কলেজটিতে স্বেচ্ছাচারিতা ভর্তি-বাণিজ্য, নারী সহকর্মী, ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণসহ বিভিন্ন অনিয়ম করে আসছেন কলেজ অধ্যক্ষ ড. এমদাদুল হক। তাকে অপসারণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় বক্তব্য রাখেন, প্রাক্তণ শিক্ষার্থী কাজী তাইমুল, সাইফুর রহমান, মাহমুদ হাসান নীরব, সাব্বির আহমেদ, ফাহিম আহমদ তাজওয়ার, পিয়াস মাহমুদ প্রমুখ।সংবাদ প্রকাশঃ  ০১-০২-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ