কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

সিটিভি নিউজ।। ওমর কাইয়ুম পলাশ নিজস্ব সংবাদদাতা জানান== কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা ও  নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর শনিবার সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে  সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস। কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকিরের উপস্থপনায় সভা শুরু হয়। সভার প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমান,বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ,কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাদিক মামুন,দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। সভার শুরুতে পবিত্র কোরাণ থেকে তেলোয়াত করেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির প্রশিক্ষণ ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন। উপস্থিত সকলে  জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সভার কাজ শুরু হয়। অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সাধারণ সম্পাদক,যুগ্ন সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক,ও সদস্যরা।    সভায় শোক প্রস্তাব পাঠ করেন সমাজ কল্যাণ সম্পাদক জানে আলম দুলাল। মৃত্যুবরণকারী সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। সভায়    স্বাগত বক্তব্য রাখেন  কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক  দেলোয়ার হোসেন জাকির, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। প্রধান অতিথির বক্তব্যের পর সভা ১০ মিনিটের জন্য মূলতবী ঘোষনা করেন সভাপতি।  দ্বিতীয় পর্বের শুরুতে সকল সদস্যদের সম্মতি ক্রমে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাদিক মামুনকে পূনরায় সদস্যপদ ফিরিয়ে দিয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন  সভাপতি ওমর ফারুকী তাপস।     সাধারণ সম্পাদকের রিপোর্ট পাঠ করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির। অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক আজিজুল হক। রিপোর্টগুলো সভায় সকলের সম্মতি ক্রমে সভাপতি  অনুমোদন করেন। এর পর কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সংশোধিত  গঠনতন্ত্র অনুমোদন করেন  সভাপতি। সাংগঠনিক আলোচনা সভায়  বক্তব্য রাখেন  এমদাদুল হক সোহাগ,জসিম উদ্দিন কনক,সৈয়দ আহমেদ লাভলু,আবু মুছা, দেলোয়ার হোসেন জাকির,  সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের  ও সাবেক সভাপতি সাদিক হোসেন মামুন। সভায় সদস্যরা বলেন সংগঠনের ঐক্য ধরে রাখতে  এবং গ্রুপিং বিবাদ কমাতে সমঝোতার মাধ্যমে নতুন কমিটি গঠন করার পক্ষে মত প্রকাশ করেন।  উপস্থিত প্রায় ৯০% সদস্যরা  এই  বিষয়ে হাততুলে সমর্থন জানান। সভায় সভাপতি উপস্থিত সদস্যদের সম্মতি প্রাপ্ত হয়ে গঠনতন্ত্রের ১০ এর (১) ধারা মোতাবেক  কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদ পূরণ করে নেতুন কমিটি ঘোষনা করেন। নতুন প্রস্তাবিত সভাপতি ঃ  আবুল খায়ের সহ সভাপতি জানে আলম দুলাল,সাধারণ সম্পাদক আবু মুছা,যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু ,সাংগঠনিক সম্পাদক আজিজুল হক,অর্থ সম্পাদক ======), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক সোহাগ,দপ্তর সম্পাদক ফারুক আজম, প্রশিক্ষণ ও গবেষনা বিষয়ক সম্পাদক মনির হোসেন,প্রচার সম্পাদক মারুফ আহমেদ কল্প,সমাজকল্যাণ সম্পাদক সামসুল আলম রাজন, কার্য নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপস,দেলোয়ার হোসেন জাকির,খালেদ সাইফুল্লাহ, ও নেকবর হোসেন। ঘোষিত নতুন কমিটিকে  উপস্থিত ৩২জন সদস্যগণের মধ্যে ২৬ জন হাততুলে সমর্থন জানান। সভাপতি নতুন কমিটিতে স্বাক্ষর করে তা অনুমোদন করেন।         পরে  সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।     পরে মধ্যাহ্ণ ভোজ অনুষ্ঠিত হয়। (ছবি ক্যাপশান ঃ  কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান প্রধান অতিথির  বক্তব্য রাখছেন।)

সংবাদ প্রকাশঃ  ১৮-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ