কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন

সিটিভি নিউজ।।      বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হয়েছে। কর্মসূচীর মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০.৪০টায় বিজয় র‌্যালি, সকাল ১০.৫৫ টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১.১৫ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা এবং বিকাল ৩.৩০ টায় ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ দিনটি উপলক্ষ্যে ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্ববোধক গান পরিবেশনের পাশাপাশি প্রশাসনিক ভবন, উপাচার্যের বাংলো, বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন দেয়ালসমূহ ও হলসমূহের সম্মুখভাগে আলোক সজ্জিত করা হয়েছে। শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকতা, কর্মচারী, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক পুষ্পস্তবক অর্পণ শেষে বিকাল ৪.০০ টায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ৫০ বছর আগে ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এর মাধ্যমে দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা, বঞ্চনা, সংগ্রাম আর ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র। তিনি বলেন, আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু নিজের জীবনকে তুচ্ছ করে, জীবনের সুন্দর সোনালী দিনগুলো জেলখানায় কাটিয়ে, জীবন ও পরিবারের ঝুঁকি নিয়ে বাঙালি জাতিকে নেতৃত্ব দিয়ে এ দেশ স্বাধীন করেছেন। একক নেতৃত্ব তো তাঁরই হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা আমাদের প্রোডাক্ট। আমরা যা বলি, তা যদি বিশ্বাস করি এবং সে অনুযায়ী কাজ করি, তবেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে অনেক দূর।

আলোচনা অনুষ্ঠান শেষে বিকাল ৪.৩০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সঞ্চালনায় সুবর্ণজয়ন্তী ও মুবিববর্ষের শপথপাঠ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংবাদ প্রকাশঃ  ১৬-১২-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ