কুমিল্লা বিপাড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচন কেন্দ্র দখল,সন্ত্রাসী কর্মকান্ড,সংঘর্ষের আশঙ্কা ভোটারদের

সিটিভি নিউজ।।    খন্দকার দেলোয়ার হোসেন,কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে আ’লীগ,বিএনপি,জাতীয় পার্টি’র ৬ জন অতিথি পাখিরা উপনির্বাচনে অংশ গ্রহণের নাম ঘোষনা করলে রাজপথে না থাকা নেতা-কর্মীরা জেগে উঠে। পরবর্তিতে দলীয়ভাবে নাম ঘোষনা করলে ওই সমস্ত নেতাকর্র্মীরা ছিটকে পড়ে যায়। রাজনৈতিক সিদ্ধান্তে দলীয় প্রার্থীর নাম ঘোষনা করলে এদেরকে আর দেখা যায়নি। আগামী ১০ ডিসেম্বর উপনির্বাচনে আ’লীগের মনোননিত দু’বারের সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর খান চৌধুরী নৌকা প্রতিক নিয়ে বিভিন্ন হাটবাজারে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে জনসভায় নেতাকর্মীদের নৌকা প্রতিকে ভোট চেয়ে দাবিয়ে বেড়াচ্ছেন উপজেলার বিভিন্নস্থান। অপরদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের মৃত্যুবরণ করলে নড়ে চড়ে বসে তার পরিবারের সদস্যরা। তাহেরের স্মৃতিকে ধরে রাখার জন্য তার ছোট ভাই শিল্পপতি ও ব্যবসায়ী আবু জাহের ,তার ভাইয়ের প্রতিক আনারস মার্কা নিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে তার নেতা-কর্মীদের নিয়ে ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এদিকে করোনা ভাইরাসকে উপেক্ষা করে জাহাঙ্গীর খান চৌধুরী নৌকা প্রতিক ও আনারস প্রতিক প্রার্থী আবু জাহের সভা সমাবেশ করছেন। মাস্ক,সামাজিক দুরত্ব,স্বাস্থ্য সুরক্ষা কোন কিছুরই বালাই নেই। ফেষ্টুন ব্যানার নৌকা আনারসের প্রতিকে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন স্থান। প্রচার প্রচারনায় প্রার্থীদের আচরণ বিধি লঙ্গন করা হলেও প্রশাসনের এদিকে কোন নজন নেই। এদিকে আনারস প্রতিকের পার্র্থী আবু জাহের ৭ ডিসেম্বর প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের বাসায় সংবাদ সম্মেলন করে অভিযোগ করে বলেন, প্রতিদিন উপজেলার বিভিন্নস্থানে তাদের নির্বাচন অফিস ভাঙ্গচুর করা হচ্ছে। পোষ্টার,ফেস্টুন ছিড়ে ফেলা হচ্ছে। প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ করা হলেও কোন গুরুত্ব দিচ্ছেনা। জাহাঙ্গীর চৌধুরীর নেতা কর্মীরা বিশৃঙ্খলা ছড়িয়ে কেন্দ্র দখল করে বিজয়ী হওয়ার যে স্বপ্ন দেখছে ভোটাররা তা দিবে না। জাহের প্রশাসনকে অনুরোধ করে বলেন, ব্রাহ্মনপাড়া উপজেলার উপনির্বাচনটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হলে ফলাফল যাই হউক মেনে নেব। কেন্দ্র দখলের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। আর সাধারন ভোটাররা বলেন, দু’প্রার্র্থীর অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর কারনে উপজেলার শতাধিক ভোটকেন্দ্র নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। এদিকে গত ৬ ডিসেম্বর জাহাঙ্গীর খান চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন,তার নেতা-কর্মী, ভোটাররা যেন তাকে বিজয়ী করতে সহায়তা করেন। ব্রাহ্মনপাড়া ইউনিয়নের ৮ টি ইউনিয়ন,ভোট কক্ষ ৪৩৬ টি,ভোটার সংখ্যা পুরুষ ৮১ হাজার ৬’শ ৮৩ জন,মহিলা ভোটার ৭৮ হাজার ৫’শ ৫৭ জন। মোট ভোটার ১ লাখ ৬০ হাজার ২’শ ৪০ জন। ব্রাহ্মনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হক বলেন, আমরা ব্রাহ্মনপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে র‌্যাব,পুলিশ,আনসার,ডিবি পুলিশসহ প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। যে কোন অপ্র্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ প্রস্তুত রয়েছে।

সংবাদ প্রকাশঃ  ০৮১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ