কুমিল্লা নগরীর নুরপুর মক্তব ও মাদ্রাসার জন্য দেয়া ওয়াক্ফ এষ্টেট জায়গা অবৈধভাবে বিক্রির পায়তারার অভিযোগ

সিটিভি নিউজ।।    নিজস্ব প্রতিবেদক।। জানান –==
কুমিল্লা নগরীতে সিটি কর্পারেশন ১৮নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা ছিলেন মরহুম হাজী আব্দুল রসুল। নুরপুর এলাকায় নিজের বাড়ির সামনে থাকা নোয়াব আলী ফোরকানিয়া মাদ্রাসা, মোক্তব ও নুরপুর নূরেকাদেরী জামে মসজিদের খচর বহনের উদ্দেশ্যে বিগত ২৬ জুন ১৯৬২ সালে ৩৬৯৮ দলিল মূলে তৎকালীন সময়ে মোতয়াল্লীর নামে .০৫০ শতাংশ জায়গা ওয়াক্ফ করে যান। যা বর্তমানে নগরীর চকবাজার এলাকায় নুর ম্যানশন নামীয় মার্কেটে গনি সুজ ও অপরটি মোবাইল ফ্লেক্সীর দোকান হিসেবে গত ৮/৯ বছর থেকে নিজ দখলে রেখে ভাড়ায় পরিচালিত করে আসছেন চকবাজার ইসলামীয়া আলীয়া মাদ্রাসার শিক্ষক মো: ফারুক। নুরপুর নূরে কাদেরী জামে মসজিদ কমিটির সেক্রেটারী হাজী মো: ইদ্রিস মিয়া এ বিষয়ে অভিযোগ করে বলেন, ১৯৬২ সালে মরহুম হাজী আব্দুল রসুল .০৫০ শতক জায়গা নুরপুর জামে মসজিদ ও মক্তবের যাবতীয় খরচ বহনের উদ্দেশ্যে মৃত্যু বরণ করার আগে স্ব-ইচ্ছায় ওয়াক্ফ করে গেছেন। ওয়াক্ফকৃত ২৫নং ও ১৮নং খতিয়ান ভুক্ত ০.০২৫ ও ০.০২৫শতাংশ করে মোট ০.০৫০ শতাংশ জায়গার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। কমিটির সেক্রেটারী হাজী মো: ইদ্রিস মিয়া অভিযোগ করে আরো বলেন, আমার জানামতে বিগত ৮/৯ বছর আগে মরহুম হাজী আব্দুল রসুলের মেয়ের ঘরের নাতী জাকির হোসেন মসজিদ কমিটিকে না জানিয়ে গোপনে তার স্ত্রী ছালেহা বেগম এর নামে উল্লিখিত ওয়াক্ফকৃত এই সম্পত্তি অবৈধভাবে গোপনে দলিল করে থাকে এবং পরবর্তীতে তা চকবাজার ইসলামীয়া আলীয়া মাদ্রাসার শিক্ষক মো: ফারুক এর নিকট মাসিক ১৫ হাজার টাকার বিনিময়ে দুটি দোকান কোটা ভাড়া দিয়ে দেন। বর্তমানে চকবাজার ইসলামীয়া আলীয়া মাদ্রাসার শিক্ষক মো: ফারুক মিয়া ও জাকির হোসেন জোগসাজসে এই অর্ধকোটি টাকা মূল্যের ওয়াক্ফকৃত সম্পত্তি কমিটির কাউকে কোন কিছু না জানিয়ে গোপনে বিক্রি করার পায়তারা করছে বলে আমরা মসজিদ কমিটি জানতে পারি। তাই ১৯৬২ সালের ওয়াক্ফকৃত মসজিদ ও মাদরাসার জায়গাটি কেউ যেন বিক্রি করতে না পারে এবং অবৈধভাবে দখলদারদের হাত থেকে তা উদ্ধারের জন্য আমরা প্রশাসনের নিকট জোর দাবী জানাই পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ প্রকাশঃ  ০৭১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ