কুমিল্লা দাউদকান্দিতে সভাপতিকে সদস্য পরিচয়ে মনোনয়ন বোর্ডে প্রার্থীর তালিকা, তৃণমূলে ক্ষোভ

সিটিভি নিউজ।।    সাইফুল ইসলাম ফয়সালঃ সংবাদদাতা জানান ====

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে, ইউনিয়নের সদস্য পরিচয়ে মনোনয়ন বোর্ডে চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রেরণ করেছে কুমিল্লা উত্তর জেলার অন্তর্গত দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ। এ নিয়ে তৃণমূলে ক্ষোভ বিরাজ করছে। চলতি মাসে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর ১৬ই অক্টোবর উপজেলা আওয়ামীলীগ বর্ধিত সভার আহবান করে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ। বর্ধিত সভায় সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ইউনিয়ন পর্যায়ে বর্ধিত সভা করার নির্দেশ দেয়। উপজেলা আওয়ামী লীগের নির্দেশেই জিংলাতলী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজির সভাপতিত্বে ৫ জন চেয়ারম্যান প্রার্থীর তালিকা করা হয়। সেই তালিকা উপজেলা আওয়ামী লীগের দপ্তরে প্রেরণ করে জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগ। সেই তালিকা কে মূল্যায়ন না করে ১৯ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের নেতারা ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকদের কে প্রার্থীদের নামের তালিকা না দেখিয়ে ওই তালিকায় তাদের স্বাক্ষর রাখে।  শনিবার  বিকেলে জানা যায়, জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের স্বাক্ষরিত তালিকায়, জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজীকে সদস্য বানিয়ে জাতিয়াতি করে। প্রার্থী হিসেবে তালিকা জেলা কমিটিতে প্রেরণ করে। যে সভাপতি কে সদস্য হিসেবে পরিচয় দেওয়া হয়েছে, সেই পেডেই একই ব্যক্তির কাছ থেকে সভাপতি হিসেবে স্বাক্ষর রাখে উপজেলা আওয়ামী লীগ। অর্থাৎ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে সদস্য পরিচয়ে মনোনয়ন বোর্ডে প্রার্থীর তালিকা পাঠায় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ। এ নিয়েই তৃণমূলে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি জেলা আওয়ামীলীগের নজরে আসলে, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুঃখজনক বলে দাবি করেন। অন্যদিকে ভুক্তভোগী জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক মিয়াজী জানান তিনি  ষড়যন্ত্রের শিকার। তাহার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি মহল কৌশলে তাহার সভাপতির পরিচয় গোপন রেখে সদস্য পরিচয়ে মনোনয়ন বোর্ডের তালিকা পাঠায়।সংবাদ প্রকাশঃ  ২৪-১০-২০২১ খ্রীষ্টাব্দ (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে= লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ