কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা বিজয় উৎসব ও সম্মাননা প্রদান 

সিটিভি নিউজ।।     নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ====
কুমিল্লা জেলা পরিষদের আয়োজনের প্রায় দেড়শো জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছ। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক নদী রক্ত পেরিয়ে শীর্ষক শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম শিকারপুরী।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম(বার)। সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক  অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. একেএম আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন হেলাল, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুছ ভূইয়া, জেলা পরিষদের সচিব হেলাল উদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য ও কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ প্রমুখ।
জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এস.এম হেদায়েত জানান, কুমিল্লার প্রায় একশত পঞ্চাশ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানা জানানো হয়েছে। সম্মাননার অংশ হিসেবে সম্মাননা পত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্জালনায় ছিলেন সৃজনশীল সংগঠক নিজাম উদ্দিন রাব্বী ও রুবেল কুদ্দুস।সংবাদ প্রকাশঃ  ১৩-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ