কুমিল্লায় ৬২ জনের করোনা আক্রান্ত

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।। নেকবর হোসেন সংবাদদাতা জানান ==         ১ লা জুলাই কুমিল্লা জেলায় সর্বোচ্চ ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬২ জনে। আজকের রিপোর্টে কোনো মৃত নেই। ফলে মৃত্যুর সংখ্যা ১০০ জনই রইলো। আজকের রিপোর্টে ৭৯ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি করপোরেশনের ৪৫ জন, সদর দক্ষিণের ৪ জন, দেবিদ্বারের ১ জন, বুড়িচংয়ে ৭ জন, লালমাইয়ে ৪ জন, নাঙ্গলকোটে ১৫ জন ও মনোহরগঞ্জে ৩ জন। আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ২৩ জন, আদর্শ সদরে ২ জন, সদর দক্ষিণে ২ জন, নাঙ্গলকোটে ২ জন, লালমাইয়ে ১ জন, মনোহরগঞ্জে ২ জন, লাকসামে ৩ জন, দাউদকান্দিতে ২ জন, তিতাসে ১ জন, হোমনায় ২ জন, দেবিদ্বারে ৬ জন, বরুড়ায় ৩ জন ও চান্দিনায় ১৩ জন। গতকাল ১ লা জুলাই বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান। উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৩১ জন, মুরাদনগর ২৪৩ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৯৬৭ জন, লাকসামে ২১১ জন, চান্দিনায় ২০১ জন, তিতাসে ৯৫ জন, দাউদকান্দিতে ১৪৭ জন, বরুড়ায় ১০৫ জন, বুড়িচংয়ে ১৭৩ জন, মনোহরগঞ্জে ৯৪ জন, ব্রাহ্মণপাড়ায় ৫৫ জন, নাঙ্গলকোটে ২০৫ জন, হোমনায় ১১৫ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১০৪ জন, লালমাইয়ে ৫২ জন, চৌদ্দগ্রামে ২৭২ জন, আদর্শ সদরে ১৩৭ জন, মেঘনায় ২৯ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন। সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৯ হাজার ১৩৪ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৮ হাজার ২৩৭ জনের। এর মধ্যে ৩ হাজার ৫৬২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ১০০ জন এবং সুস্থ হয়েছে মোট ১ হাজার ৫৩২ জন।

সংবাদ প্রকাশঃ  ০১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

Print Friendly, PDF & Email