কুমিল্লায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করলেন এমপি বাহার

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার এমপি। অনুষ্ঠানের উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমাসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

সিটিভি নিউজ।।    এম.এইচ মনির  নিজস্ব প্রতিবেদক ================
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় নগরীর হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজে বেলুন ও কবুতর উড়িয়ে ফিতা কেটে এ মেলা উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার । এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল। উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাছান, হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল আলম, জিলা স্কুলের প্রধান শিক্ষক আবদুল হাফিজ প্রমুখ। এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এতে উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মেলায় সেমিনার, বক্তৃতা, শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ক্ষুদে বিজ্ঞানীদের ৬০টি প্রকল্প প্রদর্শন করা হবে। আর অলিম্পিয়াডে অংশ নেন ১৮০ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক নানা উদ্ভাবন অনুষ্ঠানের অতিথিদের মুগ্ধ করে। বিকেলে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্টলগুলোকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল।    সংবাদ প্রকাশঃ  ১১-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ