কুমিল্লায় হেলমেট নিশ্চিত করতে ‘মোবাইল ট্রাফিক স্কুল’ ও সচেতনতা তৈরি 

সিটিভি নিউজ।।     নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি   জানান ===
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো ও একাধিক ব্যাক্তি মোটর সাইকেলে আরোহন  ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র সঠিক অাছে কিনা এ নিয়ে চালক ও আরোহীদের হেলমেট নিশ্চিত করতে মোবাইল কোর্ট ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  ‘মোবাইল ট্রাফিক স্কুল’ কার্যক্রম চালু করেছে জেলা প্রশাসন । পূর্ব ঘোষনা অনুযায়ী গতকাল রবিবার দুপুরে নগরীর কান্দিরপাড়,পুলিশ লাইন এলাকায়  এ কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয় এর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ,এস.এম মোস্তাফিজুর রহমান,অমিত দত্ত ও  বিআরটিএ’র সহকারি মোটরযান পরিদর্শক মো. মিনহাজ উদ্দিন। কান্দিরপাড় এলাকায় চলাচল কারী হেলমেট বিহীন ও হেলমেটবিহীন আরোহী বহন কারী গাড়ীগুলো টাউন হলে জরো করা হয়।সেখানে বিআরটিএ এর সহযোগিতায় আটককৃত গাড়ীর মালিকদের সচেতনতা মূলক প্রশিক্ষন প্রদান করে এবং হেলমেট ব্যবহারের নিশ্চয়তা চেয়ে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে এ অভিযানে মূল ভূমিকা পালন কারী জেলা প্রশাসক কার্যালয় এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু সাইদ জানান, কুমিল্লা নগরীতে হেলমেট বিহীন মোটরসাইকেল চলতে পারবে না। চালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করতে হবে। এছাড়া চালক ছাড়া একজনের বেশি আরোহী থাকলে তাদেরকে মোবাইল কোর্টের আওতায় এনে জেল জরিমানা করা হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম সর্দার জানান,জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন এর যৌথ সিদ্বান্ত মোতাবেক কুমিল্লা নগরীর যানঝট নিরসনে কয়েকটি পরিকল্পনা নেয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় নগরীতে লাইসেন্স ও হেলমেটবিহীন চালকদের সচেতনতা করা হয়েছে,এখন থেকে আরো কঠোর ভাবে বিষয়টি নিয়ন্ত্রণ করা হবে।সংবাদ প্রকাশঃ  ২৪২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ