কুমিল্লায় সীসা তৈরির কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

সিটিভি নিউজ।।   এমদাদুল হক সোহাগ  সংবাদদাতা জানান =====
কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশের জন্য হুমকি অবৈধ সীসা তৈরির কারখানায় অভিযান চালানো হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন দক্ষিণ বিজয়পুর ইউনিয়নের জামমুড়া এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: আবদুর রহমান উপস্থিত থেকে কারখানার যাবতীয় সরঞ্জাম জব্দ ও কারখানার মালিককে এক লক্ষ টাকা জরিমানা ধার্যকরে নগদে আদায় করেন।

জানা যায়, অবৈধ উপায়ে কারখানা বানিয়ে নষ্ট ব্যাটারি পুরিয়ে কারখানাটিতে অনেকদিন যাবত সীসা তৈরি করে আসছিলেন জেলার চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের রুহুল আমিনের ছেলে মো: তোফায়েল হোসেন তুহিন। কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের পক্ষে অভিযানে রিসার্স অফিসার রুণায়েত আমিন, পরিদর্শক নূর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব বলেন, পরিবেশ সুরক্ষায় এরূপ কার্যক্রম চলমান থাকবে।

সংবাদ প্রকাশঃ ০৭০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ