কুমিল্লায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।  তাপস চন্দ্র সরকার   সংবাদদাতা জানান ===। আসছে ২৫ মে বুধবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ২২ মে রোববার বিকেল ৩টায় কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের নিচতলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার আহবায়ক এড. ইউনুছ ভূঁঞা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা পিপি এড. জহিরুল ইসলাম সেলিম, এড. মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, এড. মোঃ আবু তাহের, এড. মোঃ আমজাদ হোসেন ও এড. মোঃ দিদারুল হক  চৌধুরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আবদুল মমিন ফেরদৌস,  সিনিয়র এড. গোলাম ফারুক, সাবেক জেলা পিপি এড. মজিবুর রহমান, এড. আবদুস সোবহান, এড. সাইফুল ইসলাম, এড. জহিরুল হক, নারী ও শিশু ১ এর পিপি এড. প্রদীপ দত্ত, বারের সাবেক সেক্রেটারি এড. মাহবুবুর রহমান ও এড. হারুনর রশীদ, এড. শাহজান সিরাজ, এড. মোঃ ফরিদ উদ্দিন মজুমদার, এড. এ.এম.এম মঈন, এড. আব্দুল আলীম, এড. মহসীন ভূঁইয়া, এড. নুরুদ্দীন মিয়াজী বুলবুল, এড. কৌশিক সরকার, এড. জিয়াউল হাসান চৌধুরী সোহাগ, এড. তাপস চন্দ্র সরকার, এড. ওমর খালেদ, এড. প্রহল্লাদ পাল, এড. আশফাক উদ্দিন ঝোটন ও এড. মিজানুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন- আসছে ২৫ মে বুধবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীদেরকে ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন- জননেত্রী শেখ হাসিনা আইনজীবী বান্ধব। আওয়ামীলীগ সরকার এর আমলে দেশে ব্যাপক উন্নতি হয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে বিজয়ী করার আহবান জানান।সংবাদ প্রকাশঃ  ২৩-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ