কুমিল্লায় সমতটের কাগজ-এর ৫ম বর্ষপূর্তিতে আলোচনা, কবিতাপাঠ, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিটিভি নিউজ ।।   স্টাফ রিপোর্টার : গতকাল ২৬ নভেম্বর কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমতটের কাগজ-এর ৫ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা, কবিতাপাঠ, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক (ডা.) কামদা প্রসাদ সাহা, ডিরেক্টর জেনারেল অব মেডিক্যাল এডোকেশন মিনিস্ট্র অব হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রত্নসম্পদ ও সংরক্ষণ শাখা ঢাকার সহকারি পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র সংবাদপাঠিকা-সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসরিন ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল হক দুলাল, সাহিত্যিক-গীতিকার এম.আর মনজু, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি-অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য-কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম শামীম, বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, জনপ্রিয় সংবাদপাঠিকা-ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ঝর্ণা আলমগীর, সাংবাদিক সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক মাহবুব আলম বাবু, বাংলাদেশ টেলিভিশনের প্রথম শ্রেণীর গীতিকার আবুল হাসেম আল মামুন। সভাপতিত্ব করেন ধনুয়াখলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দার। স্বাগত বক্তব্য রাখেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল। এর পূর্বে বিকেল ৩টায় কুমিল্লার বিশিষ্ট নগরকবি-সংগঠক-নাট্যাভিনেতা ফখরুল হুদা হেলাল সমতটের কাগজ-এর ৫ম বর্ষপূর্তির আয়োজনটির উদ্বোধন করেন। বক্তব্য রাখেন-সম্মানিত অতিথি গীতিকবি সফিকুল ইসলাম ঝিনুক, উদীচীর সিনিয়র সহসভাপতি শেখ ফরিদ, চর্যাপদ সাহিত্য একাডেমীর সভাপতি কবি নুরুন্নাহার মুন্নি, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, জনপ্রিয় উপস্থাপক-আবৃত্তিকার-প্রভাষক জাহানারা রেখা, ফুলকলি খেলাঘরের সাধারণ সম্পাদক কমল চন্দ্র খোকন, স্বপ্ন কথা সাহিত্য পরিষদের সভাপতি কবি রোকসানা সুখী, কবি বিলাস চৌধুরী, সমতটের কাগজ-এর সম্পাদক মাওলানা কাজী আবুল খায়ের। এই পর্বের সভাপতিত্ব করেন কবি ও নাট্যাভিনেতা মোহাম্মদ শাহজাহান। কবিতা পাঠ করেন কবি কবি রোখশানা মনি, কবি আরিফুল হাসান, কবি উত্তম আচার্য্য ও কবি শিপন মানব, কবি এমদাদুল হক ইয়াছিন। আবৃত্তি করেন জনপ্রিয় আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দি, প্রভাষক জাহানারা রেখা, সাবিনা সিরাজ। এ বছর সমতটের কাগজ কবিতা, সাংবাদিকতা, নাটক, আবৃত্তিসহ শিল্পের বিভিন্ন শাখায় কাজ করা ১৫ জনকে গুণীজন সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন কবি ও গীতিকার শিপন মানব ও এডভোকেট মোহাম্মদ জাফর আলী।

সংবাদ প্রকাশঃ  ২৭-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ