কুমিল্লায় সন্ত্রাস এবং মাদক বিরোধ সমাবেশ

সিটিভি নিউজ।। আবুল খায়ের  সংবাদদাতা জানান ===    কুমিল্লার মুরাদনগরে মাদক, সন্ত্রাস, ও বাল্য বিবাহসহ আইন শৃংখলার উন্নয়নে মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিট পুলিশিং কমিটির উদ্যোগে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে এ সমাবেশের আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলামের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, সমাজ সেবক মোসলেহ উদ্দিন, দিলিপ সাহা, ইউপি সদস্য গোলাম মোস্তফা, মজিবুর রহমান, রেহান উদ্দিন প্রমুখ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওসি সাদেকুর রহমান বলেন, মুরাদনগর উপজেলার সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন একজন স্বচ্ছ এবং উদার মনের মানুষ, তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজীর সাথে যারাই জড়িত থাকুক আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে। তিনি বলেন, আমি যেকোন মুল্যে মুরাদনগর থানা এলাকাকে অপরাধমুক্ত করবো। এ সময় তিনি এলাকাবাসীর দীর্ঘদিনে দাবি উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল এলাকাকে যানজট এবং মাদকমুক্ত করারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।   সংবাদ প্রকাশঃ  ২০১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ