কুমিল্লায় মৎস্য অধিদপ্তরের পোনা মাছ অবমুক্ত করলেন এমপি বাহার

কুমিল্লায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার সকালে নগরীর মুন্সেফবাড়ি পুকুরে পোনা মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

সিটিভি নিউজ।।   এম.এইচ মনির   নিজস্ব প্রতিবেদক  জানান ====
কুমিল্লায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেছেন কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
গতকাল বুধবার সকালে নগরীর মুন্সেফবাড়ি পুকুরে পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে কুমিল্লা নগরী সহ আদর্শ সদর উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে এ কর্মসূচি পালন করা হয়। মৎস অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২১-২০২২ অর্থ-বছরে এ কর্মসূচি নেওয়া হয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার জেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে বুধবার এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, মৎস অধিদপ্তরের চট্রগ্রাম বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মো. আবদুস ছাত্তার, জেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, কুমিল্লা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন প্রামানিক সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।
জেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন জানান, মৎস অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২১-২০২২ অর্থ-বছরে এ কর্মসূচি নেওয়া হয়েছে। কুমিল্লা জেলাজুড়ে বুধবার পর্যন্ত প্রায় ২৫ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।  সংবাদ প্রকাশঃ  ০৮২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে অথবা লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ