কুমিল্লায় মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পিতার ১০ বছরের কারাদণ্ড 

সিটিভি নিউজ।।    তাপস চন্দ্র সরকার, কুমিল্লা সংবাদদাতা জানান ==  ।। কুমিল্লার লাকসামে মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পিতার ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। ২৭ ফেব্রুয়ারি সোমবার এ রায় দেন কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
মামলার বিবরণে জানা যায়- ঘটনার ৮/৯দিন পূর্বে ভিকটিম সাগরিকা (ছদ্মনাম) কুমিল্লার লাকসাম উপজেলার নশরতপুর বেলতলা মডেল কলেজ সংলগ্ন বাদীনি মনি বেগম এর ফুফাত ভাইয়ের বাড়িতে বেড়াতে আসেন এবং ঘটনার দিন অর্থাৎ ২০২০ সালের ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় সময় ভিকটিম ঘরে টিভি দেখছিল। এই সময় বাড়ির অন্যান্য লোকের অনুপস্থিতির সুযোগে পিতা আবু আহম্মদ @ মিয়া মেয়ে ছদ্মনাম সাগরিকা (১৩) কে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ঘটনার পর পর ভিকটিম বাদীনির ফুফাতো ভাইয়ের স্ত্রীকে ঘটনা জানালে তারা ভিকটিমের পিতা আসামি আবু আহম্মদ @ মিয়াকে আটক করে। এ ব্যাপারে ১ ফেব্রুআরি ভিকটিমের গর্ভধারীনি মাতা মনি বেগম বাদী হয়ে ফেনী জেলার সোনাগাজী থানাধীন পালিগিরি মধ্যপাড়ার নিবাসী আবু ইউসুফ এর ছেলে ভিকটিমের পিতা আবু আহম্মদ @ মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৪)(খ) ধারার বিধানমতে লাকসাম থানায় মামলা রুজু করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ কামাল হোসেন ঘটনার তদন্তপূর্বক ১৮ ফেব্রুআরি বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করেন এবং ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আনীত ধারায় অভিযোগ গঠন করেন। তৎপর রাষ্ট্রপক্ষে মানীত ১১জন সাক্ষীর মধ্যে ০৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানী অন্তে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি আবু আহম্মদ @ মিয়াকে উল্লেখিত ধারায় সর্বোচ্চ শাস্তি ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ০২ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি ডকে উপস্থিত ছিলেন।সংবাদ প্রকাশঃ ০১০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ