কুমিল্লায় “মাদরাসাতুন নূর” মাদরাসার শুভ উদ্বোধন

সিটিভি নিউজ ।।    মোঃ  আবদুল আউয়াল সরকার,  কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

আগামী পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় সৃষ্টিশীল যুগোপযোগী শিক্ষার শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার হাউজিং এস্টেটে হিফজ জগতে নতুনত্বের অঙ্গীকার নিয়ে, আন্তর্জাতিক মানের একটি হিফজুল কোরআন  প্রতিষ্ঠান
“মাদরাসাতুন নুর”এর শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল কুদ্দুছ (ভাইস প্রিন্সিপাল কাসেমুল উলুম  মাদরাসা কুমিল্লা), মুফতি শামসুল ইসলাম জিলানী, মাওলানা ফজলুল হক প্রমুখ।

শুক্রবার (১৫ জানুয়ারি ২০২১ খ্রিঃ) সকাল ০৯ টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ শুভ উদ্বোধনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, মহাগ্রন্থ আল কুরআন সুদীর্ঘ ২৩ বছর ধরে হযরত জিবরাঈল আলাইহিসসালাম এর মাধ্যমে রাসূল সাঃ এর উপর নাযিল হয়। তখন থেকেই পবিত্র কোরআন হেফাজতের নিমিত্তে সাহাবায়ে কেরাম কুরআন মুখস্থ করতে শুরু করেন। সে সূত্র ধরেই পৃথিবীর সবখানে হিফজ প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
মাদরাসাতুন নুর সেরকমই একটি প্রতিষ্ঠান।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আনোয়ার আতীক ফরাজী বলেন, কুমিল্লায়  অনেকগুলো হিফজ মাদ্রাসা রয়েছে। সকল প্রতিষ্ঠানেই ভালো পড়াশোনা হয়। কিন্তু আমার প্রতিষ্ঠিত মাদরাসাটি মানের দিক থেকে হবে শ্রেষ্ঠ এবং আন্তর্জাতিক মানের। আর  শিক্ষাকার্যক্রম হবে স্পেশাল।
উদ্বোধনী অনুষ্ঠানে জনাব জসীম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে মুফতি আনোয়ার আতীক ফরাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাক্তিবর্গসহ অভিভাবকবৃন্দ।
মাদরাসাতুন নুর মাদরাসার শুভ উদ্বোধন শেষে আগামী ১৬ জানুয়ারি শনিবার সকাল ৮ টা থেকে শিক্ষাকার্যক্রম শুরু করার ঘোষণা করে প্রতিষ্ঠানের সর্বাঙ্গিন মঙ্গল কামনার্থে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সংবাদ প্রকাশঃ  ১৫২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ