কুমিল্লায় বিদেশী পিস্তল ২টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেফতার

সিটিভি নিউজ।।    প্রেস রিলিজ==জেলা গোয়েন্দা শাখা,কুমিল্লার বিশেষ অভিযানে ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগজিন, ০৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার-০২ জন।

গত ০৮/০১/২০২৩খ্রিঃ তারিখ অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, কোতয়ালী মডেল থানাধীন শিমপুর সাকিনের আলী হাসান রিয়াদ (২৯) এর নিকট একটি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল আছে, সে বর্তমানে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা সাকিনস্থ মীম হাসপাতালের সামনে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা সাকিনস্থ মীম হাসপাতালের সামনে হইতে আলী হাসান রিয়াদ (২৯) ‘কে গ্রেফতার করে। আলী হাসান রিয়াদ (২৯)’কে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে, তাহার নিকট একটি আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল ছিল, যাহা রাখার জন্য সে তাহার সহযোগী আসামী মোঃ শামীম (২৮)কে প্রদান করিয়াছে। উক্ত আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তলটি বর্তমানে মোঃ শামীম (২৮) এর নিকট আছে। অতঃপর আসামী আলী হাসান রিয়াদ (২৯)কে নিয়া তাহার স্বীকারোক্তি মতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা কপি হাউজ-২ এন্ড রেস্টুরেন্ট হইতে ০৮/০১/২০২৩খ্রিঃ তারিখ ২১:০৫ ঘটিকার সময় আসামী মোঃ শামীম (২৮)কে আটক করে। তাহাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে আলী হাসান রিয়াদ (২৯) কর্তৃক প্রদানকৃত পিস্তলটি আসামী মোঃ শামীম (২৮) তাহার বর্তমান ঠিকানার বাসায় রাখিয়াছে। তথায় উক্ত আসামীদ্বয়কে নিয়া ০৮/০১/২০২৩খ্রিঃ তারিখ ২২:১০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন সাতরা চম্পকনগর পশ্চিম পাড়া সাকিনস্থ জাহাঙ্গীর মেম্বারের বাড়ীর পশ্চিম পাশে ইঞ্জিনিয়ার মোঃ আঃ সোবহান মিয়ার বাড়ীতে আসামী মোঃ শামীম (২৮) এর ভাড়াটিয়া বাসার ভিতরে থাকা পারটেক্স এর সোকেস এর নিচের বক্স হইতে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সচল 7.65 বিদেশী পিস্তল (আগ্নেয়াস্ত্র), ২টি ম্যাগজিন, ম্যাগজিনে রক্ষিত ০৮ রাউন্ড গুলি আসামী মোঃ শামীম (২৮) নিজ হাতে বাহির করিয়া দেয়। এই সংক্রান্তে কোতয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৩৭, তারিখ-০৯/০১/২০২৩ইং ধারা-The Arms Act 1878 এর 19A/19(f) রুজু করা হয়। অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার ও সনাক্ত করনে মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদেয়ের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ

১। আলী হাসান রিয়াদ (২৯), পিতা-মফিজুল ইসলাম, মাতা-নারর্গিস আক্তার, গ্রাম-শিমপুর (পূর্ব পাড়া মসজিদের উত্তর পাশের বাড়ী), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা,
২। মোঃ শামীম (২৮), পিতা- আলী আহমেদ, মাতা-আনোয়ারা বেগম, গ্রাম-পরচঙ্গা (উত্তর পাড়া-সুলতান ফকিরের বাড়ী), থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, বর্তমানে-সাতরা চম্পকনগর (পশ্চিম পাড়া-জাহাঙ্গীর মেম্বারের বাড়ীর পশ্চিম পাশে ইঞ্জিনিয়ার মোঃ আঃ সোবহান মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।

উদ্ধারকৃত আলামত== ১। একটি সচল ৭.৬৫ বিদেশী পিস্তল (আগ্নেয়াস্ত্র), যাহার একপাশে ইংরেজীতে SPECIAL AUTO PISTAL MADE IN USA এবং অপর পাশে ইংরেজীতে licli 7.65 MMM DAL NO 1001 লেখা আছে, যাহা বাটসহ লম্বা ৮ (আট) ইঞ্চি, যাহার বডি ষ্টিল, ট্রিগার ও গ্রিপার পিতলের,
২। ০৮(আট) রাউন্ড গুলি,প্রতিটি গুলির পিছনে ইংরেজীতে 7.65 KF লেখা আছে,
৩। ০২টি ম্যাগজিন, যাহার নিচের অংশে 1001 লেখা আছে,
৪। একটি কালো রংয়ের পারফিউম এর বক্স, যাহাতে DIVAN EAU DE PARFUM লেখা আছে।

সংবাদ প্রকাশঃ ০৯০১২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ