কুমিল্লায় বন্দিশাহী স্কুল মাঠে মরহুম আলমগীর স্মরণে ফুটবল টুর্নামেন্ট 

সিটিভি নিউজ।।    নিজস্ব প্রতিবেদক।।
 কুমিল্লা আদর্শ সদর উপজেলা পাঁচথুবী ইউনিয়নের বন্দিশাহী উচ্চ বিদ্যালয় মাঠে ১৩ সেপ্টেম্বর রোববার বিকেলে মরহুম আলমগীর হোসেন স্মৃতি গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট- ২০২০ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা নাভানা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো জসিম উদ্দিন শিমুল এর সৌজন্যে উক্ত খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন বাহালুল। বিশেষ অতিথি ছিলেন মো আবুল কালাম-বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম স্পেশাল ব্রাঞ্চের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। বিকেলে সাড়ে চারটায় মরহুম মোঃ আলমগীর হোসেন স্মরণে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ব্রাজিলের জার্সি পরিহিত দল বনাম রিয়াল মাদ্রিদ এর জার্সি পরিহিত দলের মধ্যে অনুষ্ঠিত হয় বিকেল সাড়ে চারটায় খেলা শুরু হয় নির্ধারিত সময়ের মধ্যে কোনো পক্ষই গোল না করতে পারায় গোলশূন্যভাবে খেলা পরিসমাপ্তি হয়। পরবর্তীতে ট্রাইবেকারের মাধ্যমে ব্রাজিলের জার্সি পরিহিত দল ৪/৫ গোলে বিজয় লাভ করে। বিজয়ী দলের মাঝে ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন বাহালুল। এসময় তিনি বলেন,ফুটবল একটি জাতীয় খেলা। বর্তমান সময়ে যুবসমাজকে এগিয়ে নিতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে কারন একটি  সুস্থ জাতি গঠনে ও বর্তমান যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য খেলাধুলা একটি ভাল মাধ্যম। আলোচনা কালে মো জসিম উদ্দিন শিমুল বলেন, পরিবারের মধ্যে আমি আমার বড় ভাই মরহুম আলমগীর হোসেনকে অনেক বেশি শ্রদ্ধা করতাম। তাই তাঁকে স্মরণ করার লক্ষ্যে এবং  এলাকার যুবকদের সঠিক পথে পরিচালনা করতে আমি আমার বড় ভাই মোঃ আলমগীর হোসেন স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করি। আশা করি প্রতি বছর যেন আমরা এ মাঠে পাঁচথুবী ইউনিয়ন এর বিভিন্ন গ্রাম থেকে বাছাইকৃত যুবক ছেলেদেরকে নিয়ে একটি ভালো ফুটবল খেলোয়ার উপহার দিতে পারি সে জন্য আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করছি।সংবাদ প্রকাশঃ  ১৩২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ