কুমিল্লায় তিন টন পলিথিন ভর্তি ট্রাক সহ দুজন গ্রেপ্তার জেল হাজতে প্রেরণ 

সিটিভি নিউজ।।   নিজস্ব প্রতিবেদক=============  কুমিল্লায় নিষিদ্ধ পলিথিন পরিবহনের সময় তিনটন পলিথিনসহ ট্রাক জব্দ করা হয়েছে। এসময় ট্রাকের চালক ও হেলপারকেগ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়। জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলারকালিকাপুর ছুপুয়া এলাকায় আল আমিন পেট্রোল পাম্পের সামনে পুলিশের নিয়মিত টহলের সময় তিন টন পলিথিন ভর্তিট্রাকা ও ট্রাকের চালকসহ হেলপারকে আটক করেন চৌদ্দগ্রাম থানার এসআই আলী আশ্রাফ জুয়েল ও তাঁর সঙ্গীয় ফোর্স।পরবর্তীতে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরকে জানানোর পর পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মাদরাজীবের নির্দেশনায় রিসার্চ অফিসার মোঃ রুনায়েত আমিন রেজা বাদী হয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫(সংশোধিত ২০১০) এর ধারা ৬ (ক) লংঘন করায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের আনিস মোল্লার ছেলেট্রাক চালক মোঃ আল আমিন মোল্লা (৩২) এবং রংপুর জেলার পাগলাপীর উপজেলার শাহাদাৎপুর গ্রামের কফিল উদ্দিনেরছেলে রনজু মোহাম্মদ (৩৬) সহ অজ্ঞাত সহযোগীগণের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন। আটককৃত ট্রাক ওপলিথিন জব্দ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আটককৃত আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়। জব্দকৃত ট্রাকও পলিথিন চৌদ্দগ্রাম থানার জিম্মায় রাখা হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশে জব্দকৃত ট্রাক ও পলিথিনের বিষয়ে পরবর্তীকার্যক্রম গ্রহণ করা হবে।

পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলার উপ পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মাদ রাজীব বলেন, পরিবেশ সুরক্ষায় এরূপ কার্যক্রমঅব্যাহত থাকবে।

সংবাদ প্রকাশঃ ৩০১২২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ