কুমিল্লায় নববধূ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী “সোহাগ” ধরাছোঁয়ার বাহিরে

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    আব্দুল্লাহ আল নোমান , কুমিল্লা:-সংবাদদাতা জানান ===
কুমিল্লায় তরুণী জুলেখা বেগম(২১)কে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলার তদন্ত সঠিক ভাবে হলেও আসামীরা পুলিশের ধরা ছোঁয়ার বাহিরে। মামলার এজাহার সূত্রে জানা যায়-কুমিল্লা কোতয়ালী থানাধীন ভাটকেশ্বর এলাকার হারুন মিয়ার পুত্র সোহাগ(৩৫)এর সাথে সদর দক্ষিণ উপজেলার মেরুয়ালী গ্রামের মৃত. নুরুল ইসলামের কন্যা জুলেখা বেগম(২১) এর সাথে বিবাহ হয়।  বিয়ের কয়েকদিনের মধ্যে স্বামী সোহাগ মিয়া জুলেখা বেগম(২১)কে যৌতুকের টাকার জন্য মানসিক ও শারীরিক নিযার্তন করে থাকে। এক পর্যায়ে ১ লক্ষ টাকা জুলেখার মা শাহানারা বেগম শানু(৪৫) সংগ্রহ করে মেয়ের জামাতা সোহাগকে প্রদান করে থাকে। যৌতুকের ১লক্ষ টাকা পাওয়ার পরও স্বামী সোহাগ মিয়া(৩৫) পূনরায় আবারও তাহার স্ত্রী জুলেখা বেগম(২১)কে বাবার বাড়ি হতে আরো যৌতুকের টাকা আনার জন্য চাপ প্রয়োগ করে। সোহাগের কথা মত স্ত্রী জুলেখা বেগম(২১) বাবার বাড়ি হতে টাকা আনতে অক্ষম হওয়া ও স্বামী সোহাগ(৩৫), শাশুড়ী পেয়ারা বেগম(৫৫), শশুড় হারুন মিয়া(৬০) ও সোহাগের ছোট ভাই মানিক মিয়া(২৫)এর নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তরুণী জুলেখা বেগম(২১)। ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৪ আগষ্ট-২০১৯ইং সকাল আনুমানিক ৯টায় কুমিল্লা সদর উপজেলার ভাটকেশ্বর গ্রামের হারুন মিয়ার পুত্র সোহাগ মিয়ার(৩৫) বসতঘরের বাথরুমের ভিতরে গলায় ওড়না পেছানো স্ত্রী তরুণী জুলেখা বেগম(২১)এর লাশ পাওয়া যায়। লাশটি উদ্বারে তৎকালীন মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাকির হোসেন তাহার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে তরুনী জুলেখার গলায় ওড়না পেছানো লাশটি উদ্ধার করে। বিষয়টি আত্মহত্যা’র মর্মে পুলিশ রির্পোট দিলেও নিহত জুলেখার মা মামলার বাদী শাহানারা বেগম(৪৫) জুলেখাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন। এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ভিকটিমের মা শাহানারা বেগম শানু(৪৫) বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন, মামলা নং:-৭৮/৮৫৫, তারিখ:২৪.৮.২০১৯ইং। তরুণী জুলেখা হত্যা মামলার ফরেনসিক রির্পোট ও হত্যার ২ বছর পার হলেও এখনো পর্যন্ত আত্মহত্যার প্ররোচনাকারী, ওয়ারেন্টভুক্ত আসামী সোহাগ(৩৫) পুলিশের ধরা ছোঁয়ার বাহিরে। অথচ মামলার প্রধান আসামী সোহাগ দিন রাত ভাটকেশ্বর তাহার পৈতৃক বাড়ীতে সাহসিকতায় ঘুড়াফেরা করছে। বিষয়টি নিয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন-বিষয়টি মর্মাহত হলেও থানা পুলিশের পক্ষ থেকে ওয়ারেন্টভুক্ত আসামী সোহাগ(৩৫)কে গ্রেফতারকরার জন্য জোড়ালো প্রচেষ্টা চালানো হচ্ছে। অচিরেই মামলার আসামীদের গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করা হইবে।সংবাদ প্রকাশঃ  ২৮২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email