কুমিল্লায় টিসিবির পণ্য বিতরণে অনিয়ম॥ নিম্ন মানের পচাঁ পেয়াজ বিক্রয়

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।  খন্দকার দেলোয়ার হোসেন   কুমিল্লা প্রতিনিধি:===  কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে সরকার নির্ধারিত মুল্যে নি¤œ মধ্যবিত্ত সাধারন মানুষের জন্য সাশ্রয়ি মুল্যে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ২৭ টি ওয়ার্ডের ২৭ জন ডিলারের মাধ্যমে ৫৫ হাজার ২’শ জন কার্ডধারীকে নির্ধারিত মুল্যে তেল, চিনি,পেয়াজ,মসুরের ডাল বিক্রয় করা হচ্ছে। প্রত্যেক কার্ডধারীর নিকট প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা করে   একজনকে দু’লিটার,চিনি ৫৫ টাকা করে  এক কেজি ,মসুরের ডাল ৬৫ টাকা করে  ২ কেজি,পেয়াজ ২০ টাকা করে  ২ কেজি জনপ্রতি বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ডিলারদরে   বেশ কয়েকটি স্থানে দেখা গিয়েছে নি¤œমানের পচাঁপেয়াজ বিক্রয় করা হচ্ছে। ভূক্তভোগী একাধিক কার্ডধারীডিলারদেও পচাঁ পেয়াজ না নেওয়ার কথা বললে ওই ডিলার পণ্যসামগ্রী কার্ডধারী গ্রাহকদের দিচ্ছেনা। অনেকেই বলেন,টাকা দিয়ে কেন নি¤œমানের পচাঁ পেয়াজ কিনতে হবে।প্রতিদিন আনেকেই টিসিবির এই পণ্য কিনতে আসলেও একসময় ডিলার পণ্য শেষ হয়ে যাওয়ার টালবাহানা করেনবলে অভিযোগ
উঠেছে। এসময় গ্রাহকরা ফিরে গেলে তেল,চিনি,ডাল তাদের সিন্ডিকেট সদস্যদের কাছে বিক্রয় করে দিচ্ছে বলে সুত্র জানায় টিসিবির দেওয়া আটাতেও পোকাসহ দুর্গন্ধযুক্ত হওয়ায় অনেকেই কিনে নেওয়ার পর আবারো সেগুলো ফেরত দিতে এসে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ছেন। পরবর্তীতে এই সব আটা ও খোলাবাজারে বিক্রয় করে দিচ্ছে।

সংবাদ প্রকাশঃ  ১১-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email