কুমিল্লায় জেলা ঐক্য পরিষদের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত 

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।  তাপস চন্দ্র সরকার সংবাদদাতা === “ধর্মীয় রাষ্ট্র নয়-ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার-রাষ্ট্র সবার অস্তিত্বের লড়াইয়ে আসুন সবাই ঐক্যবদ্ধ হই”-এ শ্লোগান সামনে রেখে ৩ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় কুমিল্লা নজরুল এভিনিউ মডার্ন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ  খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত।
ওই সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ  খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায় এর সভাপতিত্বে প্রধান বক্তা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ  খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শ্রী মিলন কান্তি দত্ত এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ  খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মনীন্দ্র কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক শ্রী উত্তম কুমার চক্রবর্তী ও শ্রী শ্যামল কুমার পালিত, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ ও শ্রী গৌতম মজুমদার এবং স্বাগত বক্তব্য ও প্রতিবেদন পাঠ করেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ  খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী। এ ছাড়াও বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য কুমিল্লা জেলা জিপি এডভোকেট তপন বিহারী নাগ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক ট্রাস্টি নির্মল পাল, বির্বতন সম্পাদক দিলীপ মজুমদার, বাংলাদেশ ঐক্য পরিষদ কুমিল্লা বার শাখার নবনির্বাচিত সভাপতি এড. প্রদীপ কুমার দত্ত, কুমিল্লা যুগ্ম জেলা ও দারয়া জজ ৪র্থ আদালতে এপিপি এড. স্বর্ণকমল নন্দী পলাশ বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি  সুমন রায়,  বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি  দীলিপ কুমার নাগ (কানাই) প্রমুখ।

এরআগে সভাস্থল হতে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।সংবাদ প্রকাশঃ  ০৪-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email