কুমিল্লায় জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসের অপরাধ চিত্রে উন্নতি 

সিটিভি নিউজ।।      নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ====
কুমিল্লায় জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসের অপরাধ চিত্রে উন্নতি হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে নেমে এসেছে অপরাধের মাত্রা ও সংখ্যা। রবিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত তথ্য ও পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, গুরুতর অপরাধ বিবরনীতে দেখানো হয়েছে  ফেব্রুয়ারি মাসে কুমিল্লা জেলায় খুন হয়েছে ৪টি, জানুয়ারি মাসে যার সংক্যা ছিলো ১০। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১৩টি। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কমেছে ধর্ষণের সংখ্যা, ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটে ৬টি। ডাকাতি ও দস্যুতার ঘটনা ঘটেছে একটি করে।
জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কমে এসেছে মামলার সংখ্যাও। সব সময়ের মত সবচেয়ে বেশি মামলা দায়ের করা হয়েছে মাদক আইনে ২৭৯টি। মোট মামলার সংখ্যা ৫০৬টি ।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোশারেফ হোসেনের সঞ্চালনায় সভায় অংশ নেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হোসেন, চান্দিনা পৌরসভার মেয়র শওকত হোসেন, হোমনা পৌরসভার মেয়র এডভোকেট নজরুল ইসলাম, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন শিকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।সংবাদ প্রকাশঃ ১২০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ