কুমিল্লায় ছিনতাইকারীদের প্রতিরোধে মাঠে পুলিশের ‘রোবট টিম’

সিটিভি নিউজ।।    নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি জানান ==
কুমিল্লা মহানগরীর অলিগলিতে ছিনতাইকারীদের দাপট বেড়েছে। ছিনতাই প্রতিরোধে মাঠে নেমেছে পুলিশের ‘রোবট টিম’।
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত নগরীর লাকসাম রোডের সালাহউদ্দিন মোড়, টমছমব্রিজ ও ইপিজেড এলাকাসহ ৩টি স্থানে রোবট টিম মহড়া দেয়।
এদিকে গত দুই দিনে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে এ টিম।
জানা যায়, নগরীর বিভিন্ন এলাকায় সম্প্রতি ছিনতাইকারীদের দৌরাত্ম বেড়ে যায়। বিষয়টি পুলিশ সুপারের নজরে আসার পর ছিনতাইকারীদের গ্রেফতারে গঠন করা হয় পুলিশের ‘রোবট টিম’। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে নগরীর বেশ কয়েকটি স্থানে মহড়া দেয় টিমের সদস্যরা।
মহড়ায় পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান ও শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
কমিল্লার নবাগত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ছিনতাই কুমিল্লা শহরের অন্যতম একটি সমস্যা বলে জানতে পেরেছি। ছিনতাইকারীদের দমনের জন্য ভিজিবল পেট্রলিং পুলিশিং করছি। আমাদের স্লোগান হচ্ছে- ‘পরিচয় গোপন রেখে তথ্য দিন, নিরাপদ কুমিল্লা গড়ায় অংশ নিন।’সংবাদ প্রকাশঃ  ৬২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ