কুমিল্লায় করোনা শনাক্ত২৫ জনের।মৃত্যু ০১

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।    নেকবর হোসেন     কুমিল্লা প্রতিনিধি  জানান ===
গতকাল ২৭মে কুমিল্লা জেলায়  নতুন করে আরও২৫জনের  পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার৭৩৬জন।
আজকের রিপোর্টে একজন মৃত্যু দেখানো হয়েছি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৩২জনে দাঁড়ালো।  মুরাদনগর ০১ জন,
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ১৫জন, মেঘনা ০১ জন, মুরাদনগর  ০১জন,হোমনা ০১ জন, চান্দিনা০২ জন, বরুড়া ০২ জন, লাকসাম০১ জন,বুড়িচং ০২ জন।
আজকের রিপোর্টে  সুস্থ্য১৫জন
দেখানো হয়েছি।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১০ হাজার৩৯৮জন করোনা রোগী।আজকের সুস্থ্য   কুমিল্লা সিটি কর্পোরেশন ১৫জন।
গতকাল ২৭মে বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৭৪হাজার ৪৭৯জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৭৪হাজার ২৪৩জনের। এর মধ্যে ১২ হাজার ৭৩৬জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি:  ৮৫
এদের মধ্যে নতুন সনাক্ত: ০১।সংবাদ প্রকাশঃ  ২৭২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email