কুমিল্লায় ইভিএম কঠিন, ব্যালটই ভালা’ ভোট দিয়ে খুশি বৃদ্ধা সফেজা বিবি

সিটিভি নিউজ।।   নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ====
কুমিল্লায় ইভিএম কঠিন, ব্যালটই ভালা’বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়ার ৭৫ বছর বয়সী সফেজা বিবি বলেন, ‘কম বয়সী মানুষের কাছে মেশিনে (ইভিএম) ভোট দেওন সহজ হইলেও আমরার কাছে কঠিন, আগেরটাই (ব্যালট পেপার) ভালা ছিলো।’ তবে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি হওয়ার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে নিজের এই অনুভূতির কথা জানান সফেজা বিবি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে কুমিল্লার ৫ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে  ভোটগ্রহণ শুরু হয়। সবগুলি ইউনিয়নেই ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে।  তবে ভোট কিছুটা ধীর গতিতে হচ্ছে বলে অভিযোগ করছেন ভোটাররা।
উপজেলার টামটা কেন্দ্রের ভোটার বিল্লাল হোসেন খান বলেন, ইভিএমে ভোট ধীরগতিতে হচ্ছে। অনেকেরই আঙ্গুলের ছাপ মিলছে না, আমারও মিলেনি। দুপুরের পর আবার আসতে বলছে। আমি কতোবার আসবো?
তার মতো আরো অন্তত ১০ জনের একই অবস্থা হয়েছে বলেও জানান তিনি।
কুলসুম আক্তার (৫০) নামে আরেক ভোটার বলেন, সকাল ৮টায় কেন্দ্রে আসছি, সাড়ে ১১ টা পর্যন্ত ভোট দিতে পারিনি। ভোট খুব স্লো হচ্ছে, কখন বাড়ি ফিরতে পারবো জানি না।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তোফাজ্জল হোসেন জানান, বয়স্ক ভোটারদের ভোট দিতে কিছুটা দেরি হচ্ছে। কারো ফিঙ্গার মিলছে না, কেউ ভুল জায়গায় টিপছেন। তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে ৭/৮ মিনিট সময় লেগে যাচ্ছে। তবে তরুণরা দ্রুত সময়ে ভোট দিচ্ছেন।
এ কেন্দ্রের ১৭৬১ ভোটের মধ্যে সাড়ে ১১টা পর্যন্ত আড়াইশ ভোট সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।সংবাদ প্রকাশঃ  ২৯১২২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ