কুমিল্লায় আরও ১৮জনের করোনা শনাক্ত, সুস্থ ৩৮

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন     কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় নতুন করে আরও ১৮জনের করোনা শনাক্ত হয়েছে। আর নতুন করে কুমিল্লা নগরীর ২৬ জনসহ সুস্থ হয়েছেন ৩৮ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ সোমবার (৩ আগস্ট) ৫৭টি নমুনার ফল এসেছে। আর এখন পর্যন্ত মোট ২৬ হাজার ২৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা শেষে মোট ফল এসেছে ২৫ হাজার ৫০৮টি নমুনার। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৫৯৪ জনের। আর মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৯৭জন। সোমবার নতুন করে শনাক্তদের মধ্যে রয়েছেন- মুরাদনগরের চারজন, হোমনা, নাঙ্গলকোট, আদর্শ সদর ও ব্রাহ্মণপাড়ার একজন করে চারজন, বরুড়া ও লাকসামের তিনজন করে ছয়জন এবং কুমিল্লা নগরী ও দেবিদ্বারের দুইজন করে চারজন।
এদিকে, জেলায় আজ নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন।
সোমবার (৩ আগস্ট) জেলা সিভিল সার্জন ডা.নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।সংবাদ প্রকাশঃ  ০৩২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ