কুমিল্লায় আদালতে বিচারকের সামনে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

সিটিভি নিউজ।।   নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ===
কুমিল্লায় আদালতের খাসকামরায় বিচারকের সামনে মামাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতাবুল্লাহ সোমবার দুপুর ১২টায় এই রায় দেন।
আসামির নাম মো. হাসান। তার বাড়ি লাকসামে ভোজপাড়া গ্রামে।
২০১৯ সালের ১৫ জুলাই বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌসের এজলাসে হত্যা মামলার আসামি মো. ফারুককে ছুরিকাঘাতে হত্যা করেন তার ফুফাতো ভাই হাসান।
ফারুকের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামে। তিনি রাজমিস্ত্রি ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম জানান, ২০১৩ সালে মনোহরগঞ্জের কান্দি গ্রামে আবদুল করিম নামে এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় করা হত্যা মামলার আসামি ছিলেন ফারুক ও হাসান। ২০১৯ সালের ১৫ জুলাই ওই মামলার জামিনে থাকা আসামিদের হাজিরার দিন ধার্য ছিল।
আসামিরা বেলা ১১টার দিকে আদালতে প্রবেশের সময় ফারুককে ছুরি নিয়ে তাড়া করেন হাসান। তখন ফারুক বিচারকের খাসকামরায় আশ্রয় নিতে গেলে সেখানে গিয়ে তাকে ছুরিকাঘাতে জখম করেন। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদ প্রকাশঃ  ০৮২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ