কুমিল্লার ১১টি আসনের বৈধ প্রার্থী ঘোষনা ৭৩ জন,বাতিল হলো ৪৮

সিটিভি নিউজ।।      নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি===========
কুমিল্লায় ১১আসনে ৪৮জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ ঘোষনা করা হয়েছে ৭৩জন প্রার্থীর মনোনয়নপত্র। বাতিলকৃতদের মধ্যে অন্তত এক ডজন আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছে। গতকাল রবিবার ও আজ সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে ২দিন ব্যাপি জেলার ১১টি আসনের ১২১ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
কুমিল্লার ১১টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সর্বশেষ তথ্য সাংবাদিকদের জানান রিটার্নিং কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র নাইম হাসানসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিমা আহমদ মেরি সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে।

কুমিল্লা-০২ (মেঘনা-হোমনা) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র আবদুল মজিদ, শাহ আলম খন্দকার ও জাতীয় পার্টির এটিএম মঞ্জুরুল ইসলামসহ ০৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরীসহ ০৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার, রফিকুল ইসলাম ও রুহুল আমিন সহ ০৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল। বৈধতা পেয়েছে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন সহ ০৬ জন।

কুমিল্লা- ০৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খন্দকারের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রাজি মোহাম্মদ ফখরুলসহ ১৩ জন বৈধতা পেয়েছেন।

কুমিল্লা-০৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) স্বতন্ত্র প্রার্থী আবু জাহের, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর খান চৌধুরী সহ ০৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাশেমসহ ০৬ জনের মনোনয়ন বৈধ ঘোষনা।

কুমিল্লা ৬ (সদর) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার ও সংরক্ষিত সংসদ সদস্য আঞ্জুম সুলতানের সীমা সহ ৫জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছ। বাতিল হয়েছে ১জনের মনোনয়নপত্র।

কুমিল্লা ৭ (চান্দিনা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্তসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশ্রাফ টিটুসহ ৪জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কুমিল্লা ৮ (বরুড়া): আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য নাছিমুল আলম ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন সহ ১১ জন বৈধ ঘোষনা করা হয়, এছাড়া নানা কারনে ৪ টি মনোনয়ন বাতিল করা হয়।

কুমিল্লা ৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও এলজিআরডি মন্ত্রী মো: তাজুল ইসলামসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

কুমিল্লা ১০ ( নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই ) অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল, জাতীয় পার্টির প্রার্থী জোনাকি হুমায়ুনসহ ৩জনের মনোনয়ন বৈধ ও ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সাবেক রেলপথ মন্ত্রী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুজিবুল হক এমপি, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী চৌদ্দগ্রাম উপজেলা সাবেক মেয়র মিজানুর রহমানসহ ৫ জনের মনোনয়ন বৈধ। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী তমিজ উদ্দিন সেলিম সহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল।

সংবাদ প্রকাশঃ ০৫১২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ