কুমিল্লার শশীদল সীমান্তে বিপুল পরিমাণ মাদক উদ্ধার 

সিটিভি নিউজ।।   মোঃ অপু খান চৌধুরী।।  সংবাদদাতা জানান ====
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাধীন শশীদল সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)
 সদস্যরা।
বুধবার (২২ মার্চ) সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাধীন শশীদল সীমান্তের পিলার নং ২০৬১/৫ এর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে  ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুলতানপুর ৬০ ব্যাটারির অধিনায়ক মোহাম্মদ আশিক হাসান উল্লাহ্’র নির্দেশে এঅভিযান নেতৃত্ব দেন শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার ফারুক কামাল।
ফারুক কামাল জানান, একদল চোরাকারবারি শশীদল সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত মাদক ব্যবসা করে আসছিলেন। কয়েকজন চোরাকারবারি ভারত থেকে গাঁজা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন খবরে ওই সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা মাদক চোরাকারবারিদের ধাওয়া করলে চোরাকারবারিরা গাঁজা ফেলে পালিয়ে যায়। সেখান থেকেই ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের সদস্যরা সবসময় সজাগ থাকবে এবং চোরাকারবারি দের  বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ৷সংবাদ প্রকাশঃ ২২০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ