কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর সড়কের বেহাল দশা, বছরের পর বছর জনভোগান্তি

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।      মো.এনামুল হক,দেবিদ্বার, কুমিল্লা থেকে : কুমিল্লার মুরাদনগর  উপজেলার রামচন্দ্রপুর জায়েদআলী মার্কেট মোড় থেকে, রাচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদ হয়ে পাচকিত্তা সড়কটি ছোট-বড় গর্তে বেহাল দশায় দুর্ভোগের শেষ নেই। এতে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীসহ স্থানীয় এলাকার লক্ষাধিক মানুষ।

উপজেলার প্রশাসনিক কার্যালয়ের সঙ্গে ইউনিয়নের যোগাযোগের একমাত্র সড়ক এটি । প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ উপজেলা সদরের সঙ্গে একমাত্র যোগাযোগের সড়কটি  দীর্ঘদিন থেকে সংস্থার না করায় কার্পেটিং উঠে গিয়ে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে।

বর্তমানে চলাচলে সড়কটি অযোগ্য। প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশাসহ শত শত ট্রাক ছোট-বড় বিভিন্ন যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে প্রতিনিয়তই ঘটছে দুঘর্টনা।

সড়কের বিভিন্ন জায়গায় পিচ-খোয়া উঠে গেছে অনেক আগেই। এখন সেখানে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দের। ফলে সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি হলে পানি জমে দুর্ভোগ চরমে পৌঁছায়। এই দশা দশ বছর ধরে। সংস্কারের অভাবে সড়কের পুরোটাই খানাখন্দে ভরে গেছে। ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকেবেঁকে।

গর্তের অনেক জায়গায় পানি জমে থাকে। আবার অনেক জায়গায় গাড়ি চলার সময় আশপাশ ধুলাময় কোথাও কাদাময় হয়ে যাচ্ছে। আকাব্বরের নেসা বালিকা বিদ্যালয়ের  বিপরীতে বিশাল গর্তে গাড়ি আটকে গিয়ে যানজটের সৃষ্টিও হতে দেখা যায়।

বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা বলেন, রাস্তা খুবই খারাপ হয়ে পড়েছে। তারপরও প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ রাস্তা দিয়েই বাধ্য হয়ে চলাচল করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব দ্রুত রাস্তাটির সংস্কারের ব্যবস্থা নেওয়ার।

চালক সোহেল, ফেরদৌস, বাচ্চু বলেন, যাত্রীদের গালমন্দ আর গাড়ির ক্ষতি মেনে এই পথ দিয়েই গাড়ি চালাই,  এতটা খারাপ হয়েছে, ওই পথে আর  গাড়ি চলতে মন চায় না।

স্থানীয়রা বলেন, সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে পাথর ও পিচ উঠে কাঁচা সড়কে পরিণত হয়ে গেছে। জীবন সংগ্রামের তাগিদে চরম ভোগান্তি মাথায় নিয়ে যাতায়াত করছি আমরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটির সংস্কারের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানাই।

রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল সরকার= বলেন, মাসিক সমন্বয় সভায় বেশ কয়েদিন এই রাস্তা নিয়ে বলেছি। মাসিক সমন্বয় সভায় বেশ কয়েকদিন এই রাস্তা নিয়ে বলেছি। এরপরও ঠিক করার কোন উদ্যোগ নেয়া হচ্ছে না।

সংবাদ প্রকাশঃ  ২৪-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email