কুমিল্লার বরুড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন থেকে বসতঘর পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

সিটিভি নিউজ।।    নেকবর হোসেন    কুমিল্লা প্রতিনিধি  জানানর ===
কুমিল্লার বরুড়া উপজেলার ৩নং উঃ খোশবাস ইউনিয়নের আদমসার খালেক মেম্বার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুন লেগে মুহুর্তে ছড়িয়ে পড়ে ঘরজুড়ে। পরিবারের লোকজন আকষ্মিক দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন।স্থানীয়রা আগুনের ভয়াবহতা দেখে বরুড়া ফায়ার সার্ভিসকে খবর দিয়ে নিজেরাই আগুন নিভাতে চেষ্টা করেন।
ক্ষতিগ্রস্থ পরিবারের সূত্র থেকে জানা যায়, শুক্রবার বিকাল ৩টায় হঠাৎ করে ঘরের কোন এক অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নিভাতে চেষ্টা করে। এ ঘটনায় গৃহকর্তা খালেক মেম্বারের ঘরে থাকা স্বর্ণালংকার, মাছ বিক্রির এক লক্ষ ১৬ হাজার টাকা, তাছাড়া ঘরে থাকা ফার্নিচারসহ ঘরটির পাশে থাকা আরেকটি গরুঘর একেবারে পুড়ে যায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত খালেক মেম্বার বলেন, আমি একেবারে শেষ। আমার নগদ টাকা,স্বর্ণালংকার, ফার্নিচারসহ দুটি ঘর একেবারে পুড়ে যায়।
এ বিষয়ে বরুড়া ফায়ার সার্ভিসের কমান্ডার আবুল কালাম জানান, আগুনের বিষয়ে আমাদের ফোন করা হয়েছে।আমরা প্রস্তুতি নিয়ে রওয়ানা দিয়ে অর্ধেক রাস্তা আসার পর জানায় স্থানীয়রা নিজেদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।
এ বিষয়ে উক্ত ওয়ার্ডের মেম্বার আব্দুস ছালাম মিয়াজী জানায়, অনেক ভয়াবহ আগুন লেগেছে।প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার উপরোক্ত বিষয়টি নিশ্চিত করেন।সংবাদ প্রকাশঃ  ২৫১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ